সংবাদসংস্থা মুম্বই: সিনেমার 'দেশপ্রেম' মানেই সানি দেওল। নব্বই দশক থেকে এই একটাই নাম মনে পড়ে যায় দর্শকদের। গত বছর তাঁর ছবি 'গদর ২’ তেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন অভিনেতা। আগামী দু'টি ছবিতেই 'দেশভক্তি' বজায় রাখছেন অভিনেতা। আমির খান প্রযোজিত 'লাহোর ১৯৪৭'-এ থাকছেন সানি দেওল। খুশওয়ান্ত সিং-এর উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’-এর উপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি। বর্তমানে, ভারী বৃষ্টিপাতের জন্য শুটিং সেটের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে। তাই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর এবার আসছে 'বর্ডার' ছবির সিক্যুয়েল 'বর্ডার ২'।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত 'বর্ডার'-এ সানি দেওলের সঙ্গে ছিলেন অভিনেতা সুনীল শেট্টি ও অক্ষয় খান্না। এবার 'বর্ডার ২'-এ সানির সঙ্গে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ছবিটির নির্মানের দায়িত্ত্বে আছেন জেপি দত্ত, নিধি দত্ত ও ভূষণ কুমার। পরিচালনায় রয়েছেন অনুরাগ সিং।

ছবি ঘিরে চলছে জল্পনা। ছবির সিক্যুয়াল হবে না বলেও শোনা যাচ্ছে। শুধুমাত্র একটি যুদ্ধের রাতকেই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। জানা গেছে, ছবিতে মেজর কুলদীপ সিং চান্দুরির ভূমিকায় অভিনয় করবেন সানি দেওল। অপরদিকে ইন্ডিয়ান এয়ার ফোর্সের অন্যতম গুরুত্ত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে পারে ছবিটি। তবে নির্মাতাদের তরফে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন অর্থাত্‍ ২৩ জানুয়ারী, ২০২৬ -এও ছবি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।