বলিউডের 'বাদশা' শাহরুখ খান যদিও বড়পর্দায় সবসময়ই ঝড় তোলেন, কিন্তু এবার নিজের স্বাস্থ্য ও পরিবারের জন্য তিনি নিতে চলেছেন বড় সিদ্ধান্ত। জোর খবর, ২০২৬ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন কিং খান। লক্ষ্য একটাই, শরীরকে সময় দেওয়া, সুস্থ হয়ে নতুন শক্তি নিয়ে কাজে ফিরতে পারা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো।

 

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ‘কিং’ ছবির শুটিং চলাকালীন আহত হওয়া। একটি তীব্র অ্যাকশন সিকোয়েন্সের সময় কাঁধে গুরুতর চোট পান শাহরুখ, যার পর তাঁকে দেওয়া হয় এক মাসের বিশ্রামের পরামর্শ। শোনা গিয়েছিল, চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, শাহরুখের এই চোট আদতে পেশিতে লেগেছে, যা সম্ভবত দীর্ঘদিনের স্টান্ট ও চ্যালেঞ্জিং অ্যাকশন সিকোয়েন্সের চাপের ফল। এর জেরেই পিছিয়ে যায় কিং ছবির কাজ ও মুক্তির পরিকল্পনা। শোনা যাচ্ছে, ‘কিং’ মুক্তি পেতে পারে ২০২৭ সালের শুরুতে।

 

 

তবে এই অস্থায়ী বাধা শাহরুখকে থামাতে পারেনি। ডিসেম্বর ২০ থেকে তিনি ফিরছেন ‘কিং’-এর সেটে, যেখানে অপেক্ষা করছে আরও জটিল অ্যাকশন শুট, হাই-টেক কোরিওগ্রাফি ও নিখুঁত ক্যামেরা সেটআপ। ছবিতে শাহরুখ অভিনয় করছেন এক ভয়ংকর ভাড়াটে খুনির চরিত্রে, যিনি একই সঙ্গে মেয়ের চরিত্রে অভিনয় করা সুহানা খানের গাইড ও মেন্টর। বিপরীতে খলনায়ক হিসেবে থাকছেন অভিষেক বচ্চন।

 

বিরাট বাজেটের এই ছবিতে শাহরুখ নিজেই নজর রাখছেন প্রতিটি খুঁটিনাটি কাজে, যাতে ‘কিং’ হয়ে ওঠে দর্শকদের জন্য এক দুর্দান্ত ভিজ্যুয়াল স্পেকট্যাকল। আরও আকর্ষণ যোগ করেছে তারকাসমৃদ্ধ কাস্ট - দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলওয়াত, আরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা। অভিনেতাদের নামেই বোঝা যায় ছবির স্কেল কত বড়।

 

এতেই শেষ নয়। শাহরুখের ভক্তদের জন্য আরও সুখবর আছে। ‘পাঠান ২’-এর কাজ শুরু হওয়ার কথা ২০২৬ সালে, আর লক্ষ্য ২০২৭-এ পাবে মুক্তি। অর্থাৎ, সামান্য থামা হলেও ভবিষ্যতে বড়পর্দার আরও বড় লড়াইয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছেন 'কিং খান'।

 

 

 

 

 

 

সামনের পথ তাই স্পষ্ট। একটু বিরতি, একটু বিশ্রাম, তারপর ফের আরও শক্তিশালী প্রত্যাবর্তন। আর শাহরুখ খান মানেই তো প্রত্যেক কমব্যাক একটা ইতিহাস! এখন অপেক্ষা শুধু তাঁর সুস্থ ফেরা ও নতুন ঝড় তোলার।