বাতাসে গুনগুন... এসেছে ফাগুন! এমন মরশুমে ছোটপর্দায় কেমন উদযাপন? ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ধারাবাহিকগুলোয় কে, কাকে ‘ভালবাসি’ বলবে? জানাচ্ছেন উপালি মুখোপাধ্যায়
জগদ্ধাত্রী
৫০০ পর্বেও জি বাংলার এই ধারাবাহিক অপ্রতিরোধ। ভালবাসার সপ্তাহে তাই নতুন করে প্রেম জগা আর সয়ম্ভূর মনে। তাদের পর্দার বিয়ের এক বছরে। সপরিবার কেক কাটা, কাছাকাছি আসা— এই নিয়ে নতুন সপ্তাহের জমজমাট পর্ব।
আলোর কোলে
ভালবাসা মানেই নতুন সম্পর্ক, নতুন বাঁধন। একমাত্র মেয়ে পুপুলের মুখ চেয়ে দ্বিতীয়বার বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছে আদিত্য। সপ্তাহজুড়ে তাই বিয়ের উদযাপন। কিন্তু কার সঙ্গে বাঁধা পড়বে সে? মেঘা না রাধা? কারণ, আদিত্যর গায়ের হলুদ যে রাধার গায়ে লেগেছে!
কার কাছে কই মনের কথা
বসন্ত মানেই শিমূলে আগুনে লালচে আভা। তার পরাগ ছড়িয়ে আকাশবাতাস রঙিন হয়ে ওঠা। ভালবাসার সেই রং কি নতুন করে লাগল এই ধারাবাহিকের নায়ক-নায়িকার জীবনেও। নইলে শ্বশুরবাড়ি পাকাপাকি ছাড়তে চাওয়া শিমূলকে কেন আটকাল পলাশ? কেন আবার নতুন করে শুরু করতে চাইছে সে?
অনুরাগের ছোঁয়া
নতুন ভালবাসার স্বাদে ভাসতে চলেছে সূর্য-দীপা? সূর্যর কাছে শিক্ষাণবিশী করতে আসে এক লেডি ডাক্তার। প্রথম দেখাতেই সূর্যকে সে মন দিয়ে পেলে। ওদিকে, কলেজবেলার প্রথম দিন থেকেই দীপাকে চোখে হারায় ডা. অর্জুন। দীপার দুই মেয়ে সোনা-রূপাও চায়, তাদের মা বন্ধু অর্জুনের হাত ধরে সুখে বাকি জীবন কাটাক।
তোমাদের রানি
বসন্ত বাতাসে মাতাল মন। পরিবারের সমস্ত সদস্য তাদের নিজেদের মতো করে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। রানিকেও সোহাগে-আদরে ভরিয়ে দেবে, কথা দিয়েছিল দুর্জয়। কিন্তু সে কই? হঠাৎই হাজির এক ফুচকাওয়ালা। রানির মনের হদিশ পেয়ে চটপট বানিয়ে ফেলল ফুচকা। কী করে জানল সে, রানির তখন ফুচকা খেতে ইচ্ছে করছিল?
হরগৌরী পাইস হোটেল
শঙ্করের শখ তার কানের স্টাড। কিন্তু ঐশানির থেকে তো শখ বেশি নয়। তাই ভ্যালেন্টাইনস ডে-তে নিজের কানের দুল দিয়ে স্ত্রীর জন্য আংটি বানিয়ে দিল সে। যে দেখে মুগ্ধ সে। নতুন করে আবারও শঙ্কর-ঐশানির প্রেমে জোয়ার।
তুমি আশেপাশে থাকলে
অনেক ঝড়ঝাপ্টা পেরিয়ে অবশেষে কাছাকাছি দেব-পার্বতী। ভ্যালেন্টাইন্স ডে-র আগে নিজের হাতে তাই গোলাপ পাপড়ি ছড়িয়ে দিয়েছে সে। ঠিক করে রেখেছ, এমন দিনেই সে দেবকে বলবে ‘আই লাভ ইউ’। দেবও তার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এই স্বপ্ন সফল হবে তো? স্টার জলসায় টানটান সপ্তাহ।
সন্ধ্যাতারা
সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করে। আকাশনীল ঠিক করেছে সে সন্ধ্যাকে নিয়ে ভ্যালেনটাইন্স নাইট পালন করবে! কেন? সেদিন সরস্বতী পুজো। সকাল থেকে সেই পুজোয় ব্যস্ত থাকবে সন্ধ্যা। গ্রামের সব মেয়ের হাতেখড়ি দেওয়াবে। বিকেলেও দম ফেলার সময় নেই। তাই স্টার জলসার পর্দায় দেখানো ধারাবাহিকে ভালবাসার পরশ রাতেই...।
জগদ্ধাত্রী
৫০০ পর্বেও জি বাংলার এই ধারাবাহিক অপ্রতিরোধ। ভালবাসার সপ্তাহে তাই নতুন করে প্রেম জগা আর সয়ম্ভূর মনে। তাদের পর্দার বিয়ের এক বছরে। সপরিবার কেক কাটা, কাছাকাছি আসা— এই নিয়ে নতুন সপ্তাহের জমজমাট পর্ব।
আলোর কোলে
ভালবাসা মানেই নতুন সম্পর্ক, নতুন বাঁধন। একমাত্র মেয়ে পুপুলের মুখ চেয়ে দ্বিতীয়বার বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছে আদিত্য। সপ্তাহজুড়ে তাই বিয়ের উদযাপন। কিন্তু কার সঙ্গে বাঁধা পড়বে সে? মেঘা না রাধা? কারণ, আদিত্যর গায়ের হলুদ যে রাধার গায়ে লেগেছে!
কার কাছে কই মনের কথা
বসন্ত মানেই শিমূলে আগুনে লালচে আভা। তার পরাগ ছড়িয়ে আকাশবাতাস রঙিন হয়ে ওঠা। ভালবাসার সেই রং কি নতুন করে লাগল এই ধারাবাহিকের নায়ক-নায়িকার জীবনেও। নইলে শ্বশুরবাড়ি পাকাপাকি ছাড়তে চাওয়া শিমূলকে কেন আটকাল পলাশ? কেন আবার নতুন করে শুরু করতে চাইছে সে?
অনুরাগের ছোঁয়া
নতুন ভালবাসার স্বাদে ভাসতে চলেছে সূর্য-দীপা? সূর্যর কাছে শিক্ষাণবিশী করতে আসে এক লেডি ডাক্তার। প্রথম দেখাতেই সূর্যকে সে মন দিয়ে পেলে। ওদিকে, কলেজবেলার প্রথম দিন থেকেই দীপাকে চোখে হারায় ডা. অর্জুন। দীপার দুই মেয়ে সোনা-রূপাও চায়, তাদের মা বন্ধু অর্জুনের হাত ধরে সুখে বাকি জীবন কাটাক।
তোমাদের রানি
বসন্ত বাতাসে মাতাল মন। পরিবারের সমস্ত সদস্য তাদের নিজেদের মতো করে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। রানিকেও সোহাগে-আদরে ভরিয়ে দেবে, কথা দিয়েছিল দুর্জয়। কিন্তু সে কই? হঠাৎই হাজির এক ফুচকাওয়ালা। রানির মনের হদিশ পেয়ে চটপট বানিয়ে ফেলল ফুচকা। কী করে জানল সে, রানির তখন ফুচকা খেতে ইচ্ছে করছিল?
হরগৌরী পাইস হোটেল
শঙ্করের শখ তার কানের স্টাড। কিন্তু ঐশানির থেকে তো শখ বেশি নয়। তাই ভ্যালেন্টাইনস ডে-তে নিজের কানের দুল দিয়ে স্ত্রীর জন্য আংটি বানিয়ে দিল সে। যে দেখে মুগ্ধ সে। নতুন করে আবারও শঙ্কর-ঐশানির প্রেমে জোয়ার।
তুমি আশেপাশে থাকলে
অনেক ঝড়ঝাপ্টা পেরিয়ে অবশেষে কাছাকাছি দেব-পার্বতী। ভ্যালেন্টাইন্স ডে-র আগে নিজের হাতে তাই গোলাপ পাপড়ি ছড়িয়ে দিয়েছে সে। ঠিক করে রেখেছ, এমন দিনেই সে দেবকে বলবে ‘আই লাভ ইউ’। দেবও তার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এই স্বপ্ন সফল হবে তো? স্টার জলসায় টানটান সপ্তাহ।
সন্ধ্যাতারা
সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করে। আকাশনীল ঠিক করেছে সে সন্ধ্যাকে নিয়ে ভ্যালেনটাইন্স নাইট পালন করবে! কেন? সেদিন সরস্বতী পুজো। সকাল থেকে সেই পুজোয় ব্যস্ত থাকবে সন্ধ্যা। গ্রামের সব মেয়ের হাতেখড়ি দেওয়াবে। বিকেলেও দম ফেলার সময় নেই। তাই স্টার জলসার পর্দায় দেখানো ধারাবাহিকে ভালবাসার পরশ রাতেই...।
