নিজস্ব সংবাদদাতা: জামাইষষ্ঠী মানেই জমজমাট আয়োজন। খাওয়াদাওয়া থেকে শুরু করে উপহার দেওয়া নেওয়ার পর্ব। এই রীতি রেওয়াজ থেকে বাদ যাননি টলি পাড়ার দম্পতিরাও। এই মুহূর্তে টলিউডের নবদম্পতি অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিক। প্রথমবার জামাইষষ্ঠীতে কী প্ল্যানিং রয়েছে? আজকাল ডট ইন-এর সঙ্গে ভাগ করে নিলেন সৌরভ।
"প্রথম জামাইষষ্ঠী, এই কথাটা ভাবলেই কেমন একটা হচ্ছে। ভালোই লাগছে ভেবে প্রথমবার জামাই আদর পাব। সাবেকি পোশাক পরবো ঠিক করেছি। পাঞ্জাবিও বেছে রেখেছি। দর্শনাও শাড়ি পড়বে। আয়োজন আর রীতি রেওয়াজের অনুষ্ঠানটা দর্শনার মামার বাড়িতে হবে। ওর যেহেতু মা অনেকদিন আগেই মারা গিয়েছেন তাই মামীই আয়োজন করবেন। আমার শ্বশুর মশাই থাকবেন সঙ্গে।" জানালেন সৌরভ।
জামাই ষষ্ঠীর উপহার হিসেবে কী পরিকল্পনা করলেন সৌরভ? জোরে হেসে অভিনেতার জবাব, "মিষ্টির হাঁড়ি নিয়ে যাব, বাঙালি জামাই সেজে। আর বড়দের সবার জন্য উপহার অবশ্যই আছে। সেটা সারপ্রাইজ।"
আচার অনুষ্ঠান মেনে একেবারে ঘরোয়াভাবে জামাইষষ্ঠী পালন করবেন সৌরভ-দর্শনা। খাবারের আয়োজনে থাকবে দু'জনের পছন্দের বাঙালি খাবার। পরিবারের সঙ্গে একসঙ্গে এই দিনটা কাটাবেন ঠিক করেছেন এই তারকা দম্পতি।
