নিজস্ব সংবাদদাতা: 'খাদান' মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রি নিয়ে মুখ খুলেছিলেন দেব। বাংলায় অন্যান্য ভাষার ছবি মুক্তি পাওয়ায় প্রথম দিকে হল পেতে সমস্যা হচ্ছিল 'খাদান'-এর। এই নিয়ে সমাজ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছিলেন দেব।
তবে মুক্তির আগেই নিজে লড়াই করে অগ্রিম টিকিট বিক্রি শুরু করিয়েছিলেন। যা ছাপিয়ে গিয়েছিল 'পুষ্পা ২'-এর টিকিট বিক্রি সংখ্যাকেও। বাংলা ছবির ইতিহাসে মুক্তির আগেই নজির গড়েছিল 'খাদান'।
শুক্রবার ছবি মুক্তির প্রথমদিনেই প্রতিটি হল হাউসফুল। সকাল থেকেই হলগুলোতে দেব অনুরাগীদের ভিড় চোখে পড়ার মতো। ইতিমধ্যেই বহু তারকা থেকে সাধারণ দর্শক ছবি দেখে প্রশংসায় মেতেছেন। এবার এই তালিকায় নাম লেখালেন দেবের 'প্রধান' নায়িকা সৌমিতৃষা কুণ্ডু।
এখনও 'খাদান' না দেখলেও, ছবি দেখার ইচ্ছা প্রকাশ করে তিনি লেখেন, "খাদান টিকিট কেটে দেখব, শুধু পছন্দের হিরোর ছবি বলে নয়, চাই 'খাদান'-এর হাত ধরে বাংলা সিনেমা ফিরে যাক ওই সময়ে যখন স্কুল কলেজের সবাই তাকিয়ে থাকত কখন নতুন রিলিজটা কবে হচ্ছে! বাংলা কমার্শিয়ালের জয় জয়কার হোক।"
