সংবাদ সংস্থা মুম্বই: ভালবাসা মানেই কি সবসময় হাসি-আনন্দ আর ফুলঝুরি? নাকি এর পিছনেও লুকিয়ে থাকে ভাঙা স্বপ্ন, অব্যক্ত আক্ষেপ আর দ্বিতীয় সুযোগের আশা? অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো… ইন দিনও’-র ট্রেলার এই সব প্রশ্নেরই হৃদয়স্পর্শী উত্তর দিল।
বহুল প্রতীক্ষিত এই ছবির ট্রেলার বুধবার মুক্তি পেয়েছে এবং প্রথম ঝলকেই দর্শক হৃদয় ছুঁয়ে ফেলেছে। সম্পর্কের টানাপোড়েন, জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত আর দ্বিতীয় সুযোগের গল্প— সব মিলিয়ে এটি হতে চলেছে এই প্রজন্মের অন্যতম সংবেদনশীল প্রেমচিত্র। শহর, সম্পর্ক আর সংলাপ— আট রকমের ভালবাসায় মোড়া ট্রেলারের জগৎ। ছবির ট্রেলারে উঠে এসেছে বিভিন্ন বয়স, পটভূমি আর মানসিকতার আটটি চরিত্র, যারা প্রত্যেকে নিজেদের জীবনের জটিল ভালোবাসার গল্পে জড়িয়ে আছে।
অদিত্য রায় কাপুর ও সারা আলি খান— একে অপরের প্রেমে পড়ছেন, শেখার চেষ্টা করছেন 'কমিটমেন্ট' কাকে বলে।
ফতিমা সানা শেখ ও আলি ফজল— সদ্যবিবাহিত এক দম্পতি, যারা একসঙ্গে বাবা-মা হতে চলেছেন, কিন্তু রসায়নে তৈরি হচ্ছে টানাপোড়েন।
কঙ্কনা সেন শর্মা ও পঙ্কজ ত্রিপাঠী— দীর্ঘদিনের বৈবাহিক জীবনে ফের ভালবাসা খুঁজে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।
নীনা গুপ্তা ও অনুপম খের— বয়স যে কেবল সংখ্যা, তা প্রমাণ করতে চলেছেন এক নতুন প্রেমের শুরুতে দাঁড়িয়ে।
এই সমস্ত সম্পর্কের গতিপথে মোড়ক হিসেবে রয়েছে আরিজিত সিংহের আবেগময় গান এবং প্রীতমের সুর, যা দর্শকের আবেগে সরাসরি ধাক্কা দেয়।
‘মেট্রো… ইন দিনও’-র ট্রেলারে ফিরল পুরোনো বলিউডের ছন্দ, ছড়াল নতুন আবেগের ঘ্রাণ। যে মুহূর্তে ট্রেলার প্রকাশ পেল, বলিউডপ্রেমীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। কেউ লিখেছেন— “এটাই সেই বলিউড যা একসময় হৃদয়ে গেঁথে থাকত”, আবার কেউ জানিয়েছেন, “অদিত্য আর সারার কেমিস্ট্রি একেবারে ম্যাজিক্যাল”। তবে সবচেয়ে প্রশংসিত হয়েছে ট্রেলারের বাস্তবতা আর সম্পর্কের বৈচিত্র— কারণ এই সিনেমা প্রেমের শুধু রঙিন দিকটাই নয়, তুলে ধরেছে তার ছায়াময় দিকও।
ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, অনুরাগ বসু ও টনি বসু। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন নিজেই অনুরাগ বসু— যাঁর হাত ধরেই ‘লাইফ ইন আ… মেট্রো’ ও বরফি!’-র মতো সব ছবি যুগান্তকারী হয়ে উঠেছে। এবারের গল্পটিও যেনসেই একই বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি, যেখানে সিটি-লাইটসের মাঝে হারিয়ে যাওয়া মানুষেরা খুঁজে ফেরে একটুকরো ভালবাসা।
এ ছবি মুক্তি পাবে ২০২৪-এর ৪ জুলাই, আর তার আগে ট্রেলারে যা ইঙ্গিত মিলেছে, তাতে বলা যায়— ‘মেট্রো… ইন দিনও’ হতে চলেছে একটি আবেগতাড়িত, সম্পর্কভিত্তিক, বাস্তববাদী প্রেমকাব্য, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে নিঃসন্দেহে।
এই শহরে আমরা সবাই একা— আর সেই একাকীত্বে হঠাৎ করে যদি কারও ভালবাসা এসে পড়ে? ‘মেট্রো… ইন দিনও ’ আমাদের সেই শহুরে অনুভবেই ডুবিয়ে রাখবে।
