বলিউডের অন্যতম সফল জুটি— সলমন খান ও সুরজ বরজাতিয়া। ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দিয়ে শুরু হয়েছিল তাঁদের যাত্রা। সেখান থেকেই সলমন প্রতিষ্ঠা পান বলিউডের রোমান্টিক হিরো হিসেবে। এরপর একের পর এক কালজয়ী ফ্যামিলি ড্রামা— ‘হম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪), ‘হম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯), ‘প্রেম রতন ধন পায়ো’ (২০১৫)। কিন্তু সাম্প্রতিক কালে যে নতুন ছবির জন্য তাঁদের পুনর্মিলনের কথা শোনা যাচ্ছিল, তা মাঝপথেই ভেস্তে যায়।
সাম্প্রতিক সাক্ষাৎকারে সুরজ বরজাতিয়া বলেন—“কিছু বিষয় আছে যেগুলো শেষ পর্যন্ত এগোনো যায় না। ক্লাইম্যাক্স বা চরিত্রের সঠিক ধরন না পেলে কাজ শুরু করার কোনও মানেই হয় না। সবকিছু যখন একসঙ্গে মিলবে, তখনই ছবি বানানো উচিত।” তাঁর কথায়, সলমনের সঙ্গে আবার কাজ করতে চান তিনি, তবে শর্ত একটাই—কনটেন্ট হতে হবে নতুন, বয়সের সঙ্গে মানানসই আর একেবারে প্রাসঙ্গিক।
'ভাইজানে'-এর বয়স, আর দর্শকের প্রত্যাশা—এই দুইয়ের ভারসাম্যই এখন চ্যালেঞ্জ বলে মনে হয় তাঁর। বরজাতিয়ার মতে, “এখন আসল চ্যালেঞ্জ হচ্ছে সলমনের বয়স মাথায় রেখে তাঁর জন্য নতুন কিছু বানানো। যেটা দর্শকের কাছে প্রাসঙ্গিক হবে, আবার সলমনের ইমেজের সঙ্গেও মানিয়ে যাবে।” সলমনের বক্স অফিসে টালমাটাল সময় নিয়ে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি সলমনের টানা কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। সেই প্রসঙ্গে বরজাতিয়া খোলাখুলি বলেন—“সবাইয়ের জীবনেই এমন সময় আসে। কিন্তু তিনি যেহেতু সেলিব্রিটি, তাই ওঁর ব্যর্থতাই বেশি আলোচনায় আসে। আসলে সবাইকেই ভুল করার সুযোগ দেওয়া উচিত, শেখার সুযোগ দেওয়া উচিত। সলমন খুব শক্তিশালী মানুষ, খুব ভালো মানুষ। আমি নিশ্চিত, তিনি খুব বড়সড় কামব্যাক করবেন।”
এই মুহূর্তে সলমন খানের হাতে রয়েছে ‘ব্যাটল অফ গালওয়ান’, পরিচালনায় অপুর্ব লাখিয়া। ২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পটভূমিতে তৈরি এই ছবিতে ভারতীয় সেনার ভূমিকায় দেখা যাবে ভাইজানকে।
সুরজ বরজাতিয়ার কথাতেই স্পষ্ট, সলমন-বরজাতিয়া জুটি এখনও ভাঙেনি। শুধু দরকার একেবারে সঠিক চিত্রনাট্য —যা ভাইজানের জন্য হবে নতুনও, মানানসইও।
প্রসঙ্গত, গণেশচতুর্থীর বিসর্জনে ফের একবার ধরা পড়ল সলমনের আসল রূপ— পরিবারের সঙ্গে একেবারে মেতে ওঠা ‘দবাং’ তারকা সলমন খান। বৃহস্পতিবার বোন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মার বাড়ির গণেশ বিসর্জনে হাজির হন বলিউড তারকা। প্রাণহানির আশঙ্কা উপেক্ষা করেই। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের বাকি সদস্যরাও।বিসর্জনে ঢোলের তালে তালে নাচে মাতলেন ‘ভাইজান’। বৃহস্পতিবার দুপুরে অর্পিতা-আয়ুষের বাসভবন থেকে শুরু হয় গণপতি বিসর্জনের শোভাযাত্রা। সলমনকে দেখা যায় গায়ে হালকা রঙের শার্ট, চেনা কুল লুকে। চারপাশে কড়া নিরাপত্তার বেষ্টনী, তবুও ঢোল-তাশার তালে পা কাঁপাতে ভোলেননি তিনি। ভাইজান-এর সেই উচ্ছ্বাস দেখে ভিড় জমে যায় রাস্তার দু’পাশে।
সলমনের সঙ্গে সোনাক্ষীরও জমজমাট নাচ এবং জাহির ইকবালের এন্ট্রি চোখ কেড়েছে নেটপাড়ার। বিসর্জনের উৎসবে হাজির ছিলেন সলমনের দবাং ছবির সহ-অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী অভিনেতা জাহির ইকবাল। তাঁদেরকেও একসঙ্গে ঢোলের তালে নাচতে দেখা যায় ভাইজানের পাশে। উৎসবের আবহে বলিউডি গ্ল্যামারের রঙ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ভাগ্নে আহিলকে (অর্পিতা-আয়ুষের ছেলে) মজা করে টেনেটুনে বিসর্জনের নাচ করাচ্ছেন সলমন। আহিল অবশ্য সুযোগ পাওয়ামাত্রই ভিড় এড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই দৃশ্যেই মজে গেছে নেটপাড়া। কেউ লিখেছেন, “সলমন ভাই, তোমাকে ভালবাসি”, আবার কেউ বলেছেন, “ কী মিষ্টি ব্যাপারটা”। সলমনের বড় ভাইপো আরহান খান ও নির্বাণ খানকেও দেখা গেছে নাচের ভিড়ে মেতে উঠে পা দোলাতে।
