মঙ্গলবার রাতারাতি পরীমণি কলকাতায় পা রেখেছেন। বুধবার থেকে দেবরাজ সিনহার ‘ফেলু বক্সী’র শুটে যোগ দিতে। তিনি এই ছবির অন্যতম নায়িকা। তার উপর তাঁর প্রথম বাংলা ছবি। যেখানে রহস্য-রোমাঞ্চ ভরপুর। ফলে, তাঁর উত্তেজনা স্বাভাবিক। সেকথা তিনি আজকাল ডট ইনের কাছে স্বীকারও করেছেন। একই উন্মাদনা টের পাওয়া গেল ছবির নায়ক সোহম চক্রবর্তীর মধ্যেও। বুধবার সকালে শুটে যোগ দেওয়ার আগে নিজমুখে তিনিও জানিয়েছেন।

কেন এত উত্তেজনা তাঁর? সে কথাও সোহম জানাতে ভোলেননি। চিত্রনাট্য অনুযায়ী তিনি গোয়েন্দা। এবং সোহম এই প্রথম গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর কথায়, ‘‘এই প্রথম গোয়েন্দারল ভূমিকায় অভিনয় করতে চলেছি। একই চরিত্রে ফেলুদা, ব্যোমকেশ বক্সী। তাই এই চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি। খিদে বেশি। এবং উত্তেজনা বা উন্মাদনাও বেশি।’’ সোহম যে সকাল থেকে নতুন ছবির শুটিং নিয়ে যথেষ্ট উত্তেজিত সেটা তাঁর চলনবলন বলে দিয়েছে। এদিন তিনি সাদা শার্ট পরে শুটে আসেন।
অন্য দিকে, পরীমণি আজকাল ডট ইনকে জানিয়েছেন, দেবরাজ সিংহের আগামী ছবি "ফেলু বক্সী"তে তাঁর অভিনীত চরিত্রের নাম, ‘লাবণ্য’।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)