সঙ্গীত পরিচালক পালাশ মুচ্ছল এবং ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা সম্প্রতি তাঁদের বিয়ে স্থগিত হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন। বিয়ের আগেই পলাশের এক নারীর সঙ্গে চ্যাটে ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়ে যায়। সেই কারণেই পলাশের বিরুদ্ধে স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় প্রতারণার অভিযোগ ওঠে এবং বিতর্ক তীব্র হয়।
কয়েকদিন বিতর্ক চলার পর রবিবার পলাশ এবং স্মৃতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, তাঁদের বিয়ে বাতিল করা হয়েছে এবং কঠিন এই সময়ে উভয় পরিবারের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানান। বিয়ে বাতিলের পর দু’জনেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। সোশ্যাল মিডিয়ার যুগে এই একটি পদক্ষেপই অনেক কিছু বলে দেয়—প্রায়ই সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত হিসাবে দেখা হয় এটিকে।
বিয়ে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে প্রতারণার অভিযোগ ওঠার প্রেক্ষিতে পালাশ বলেন, ‘যে বিষয়টি আমার কাছে সবচেয়ে পবিত্র, তা নিয়ে ভিত্তিহীন গুজবে লোকজনের এত সহজে প্রতিক্রিয়া দেখা আমার জন্য খুব কঠিন হয়েছে। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন পর্ব, এবং আমি আমার বিশ্বাসকে আঁকড়ে ধরে এটি সসম্মানে মোকাবিলা করব। আমি আন্তরিকভাবে আশা করি, আমরা সমাজের জীব হিসাবে, যাঁর সূত্র কখনও জানা যায় না, এমন যাচাইবিহীন গসিপের ভিত্তিতে কাউকে বিচার করার আগে একটু থামতে শিখব। আমাদের কথাগুলি এমনভাবে আঘাত করতে পারে যা হয়তো আমরা কখনও বুঝতেও পারব না।’
পলাশের বক্তব্য প্রকাশের আগে স্মৃতি নিজেও নিশ্চিত করেন যে বিয়ে আর হচ্ছে না এবং দুই পরিবারের ব্যক্তিগত পরিসর সম্মান করার অনুরোধ জানান। তিনি লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা হয়েছে। আমি একজন ব্যক্তিগত মানুষ, তাই বেশি কিছু বলতে চাই না। তবে পরিষ্কার করে জানাতে চাই, বিয়ে বাতিল করা হয়েছে।’
২৩ নভেম্বর সাংলিতে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়, ফলে পরিবারের পক্ষ থেকে বিয়ে আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই স্ট্রেস–জনিত সমস্যায় পলাশও হাসপাতালে ভর্তি হন। পরে দু’জনেই ছুটি পান। দুই পরিবারের তরফে জানানো হয়, শুধুমাত্র স্বাস্থ্যজনিত কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। তবে এই নীরবতার সুযোগেই অনলাইনে নানা রটনা। দু’জনের মনোমালিন্য থেকে পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ— নানা বিষয়ে চলতে থাকে চর্চা। অবশেষে সেই সব কিছুতে ইতি টেনে নিজেদের সিদ্ধান্ত জানালেন তাঁরা।
