সংবাদসংস্থা মুম্বই: বলিউডে তারকা জুটির সুখবর মানেই সাদা-কালো পলকা ডট পোশাক। অনুষ্কা শর্মা থেকে নাতাশা স্তানকোভিচ সন্তান আসার সুখবর ভাগ করে নিতে এই পোশাক বেছে নিয়েছিলেন। এবার একই পোশাকে নজর কাড়লেন সিদ্ধার্থ ঘরনি কিয়ারা আডবানি।
বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি আদুরে ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় কিয়ারাকে। সেখানেই সাদা-কালো পলকা ডটের পোশাকে নজরকাড়া অভিনেত্রী। কিয়ারার ওই পোস্টের মন্তব্যে নেটিজেনদের অনুমান, নতুন বছর শুরুর আগেই বোধহয় পরিবারে নতুন অতিথি আসার খবর এইভাবেই জানান দিলেন তারকা জুটি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ জানুয়ারি সারা বিশ্বজুড়ে মুক্তি পাবে 'গেম চেঞ্জার'। ২২ ডিসেম্বর, রবিবার মুক্তি পেয়েছে রামচরণ এবং কিয়ারা আডবানি অভিনীত এই ছবির গান 'ধোপ'। তবে গানের টিজার মুক্তি পাওয়ার পর থেকেই কিয়ারার পোশাক দেখে বেজায় অসন্তুষ্ট হয়েছেন দর্শক। নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। যদিও এইসব বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। নতুন বছরে প্রথমবার রামচরণের সঙ্গে জুটি বেঁধে কতটা মন কাড়তে পারেন দর্শকের সেটাই দেখার।
