সংবাদসংস্থা মুম্বই: ২০২০ সালের ১৪ জুন মর্মান্তিক ভাবে শিরোনামে উঠে আসেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে পড়ে থাকা তাঁর নিথর দেহের ছবি নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপর কেটে গিয়েছে পাঁচ বছর। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা না অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে সুশান্তের মৃত্যুর পিছনে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ক্রমাগত ভাইয়ের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছেন। এবার ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সুশান্তকে স্মরণ করে একাধিক ছবি শেয়ার করলেন শ্বেতা। পোস্টটি শেয়ার করে শ্বেতা লিখেছেন, ‘আজ ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী, ১৪ জুন ২০২০ সালে তাঁর মৃত্যুর পর অনেক কিছু ঘটে গিয়েছে। এখন সিবিআই আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছে এবং আমরা এটি প্রত্যাহারের প্রক্রিয়া চালাচ্ছি।'
তিনি আরও লেখেন, 'কিন্তু আজ আমি যা বলতে চাই তা হল, যাই ঘটুক না কেন, হাল ছেড়ে দেবেন না এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না। সবসময় মনে রাখবেন আমাদের সুশান্ত কীসের জন্য দাঁড়িয়েছিল। পবিত্রতা, জীবন এবং শিক্ষার জন্য উৎসাহ, ভালবাসায় পূর্ণ একটি হৃদয় যা সবাইকে সমান মনে করত। তার হাসি এবং তার চোখে সেই সরলতা ছিল যা যে কারও হৃদয়ে ভালবাসা জাগিয়ে তুলতে পারে। এমনই ছিল আমাদের সুশান্ত।’
শ্বেতা আরও লেখেন, ‘ভাই কোথাও যায়নি, বিশ্বাস করুন। ও আছে আপনার মধ্যে, আমার মধ্যে, আমাদের সবার মধ্যে।' শ্বেতার এই আবেগঘন পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তাই সকাল থেকেই সুশান্তের স্মৃতির পাতায় ভাসছেন অনুরাগীরা।
