সংবাদসংস্থা মুম্বই: চর্চিত প্রেমিক রাহুল মোদির সঙ্গে বিচ্ছেদ হল শ্রদ্ধা কাপুরের? এমনটাই ধরা পড়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়।

'স্ত্রী ২' মুক্তির আগেই রাহুলকে ইনস্টাগ্রামে আনফলো করলেন শ্রদ্ধা। শুধু রাহুল নয়, তিনি রাহুলের বোন, তাঁর প্রোডাকশন হাউস এবং তাঁর পোষ্য সারমেয়র অ্যাকাউন্টও আনফলো করেছেন। এদিকে কিন্তু অভিনেত্রীর অ্যাকাউন্ট অনুসরণ করে চলেছেন রাহুল। এর ফলে বলি পাড়ায় গুঞ্জন, সত্যিই কি বিচ্ছেদের পথে হেঁটেছেন দুজন? নাকি পুরোটাই নতুন ছবির প্রচারের জন্য ছক? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।

বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর শুটিং সেট থেকে ঘনিষ্ঠতা বাড়ে দু'জনের। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন তাঁরা। মুখে সরাসরি কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় রাহুলের সঙ্গে একটি ছবি ভাগ করেছিলেন শ্রদ্ধা। যেখানে অভিনেত্রী লেখেন, "আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও।" নেটিজেনদের মত, এই ছবিতেই সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন এই জুটি।

এমনকী কিছুদিন আগে 'স্ত্রী ২'-এর প্রচারে বিয়ে প্রসঙ্গে কথা উঠলে শ্রদ্ধা জানান, তিনি যখন ইচ্ছা তখনই বিয়ে করতে পারেন। কিন্তু এইসবের মাঝে হঠাৎই রাহুলকে কেন আনফলো করলেন অভিনেত্রী? সম্পর্কে সত্যিই ইতি টানলেন নাকি পুরোটাই ছবির প্রচার? তা এখনও জানা যায়নি।