সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

প্রতারণার শিকার শাহিদ!


মীরা রাজপুতের সঙ্গে সুখেই সংসার করছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। অতীতে করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। সম্প্রতি, এক সাক্ষাৎকারে শাহিদ প্রেম প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি নাকি একাধিক মহিলার দ্বারা প্রতারিত হয়েছেন। প্রেমে পড়ে ঠকেছেন বহুবার। তাঁর এই কথায় সায় দেন স্ত্রী মীরাও। অর্থাৎ বোঝাই যায়, শাহিদ-মীরা একে অপরের কাছে সব বিষয়ে সাবলীল। 


নতুন রূপে সোনাক্ষী

দক্ষিণী তারকা সুধীর বাবুর বহুল প্রতীক্ষিত অতিপ্রাকৃত থ্রিলার 'জটাধারা'র মাধ্যমেই  সোনাক্ষী সিনহার তেলুগু ছবির জগতে অভিষেক হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। নারী দিবসে সামনে এল ছবিতে অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক। হাত দিয়ে ঢাকা মুখের অধিকাংশ। তবে চোখে রয়েছে অদম্য সাহস। সোনাক্ষীর এই লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটপাড়ায়।


ফের পুলিশ অফিসারের চরিত্রে শাহরুখ?


'জওয়ান'-এর পর ফের পুলিশ অফিসারের চরিত্রে শাহরুখ খান। এবার তিনি রাজস্থানী পুলিশ অফিসার 'আজাদ বিক্রম রাঠোর'। যদিও কোনও ছবিতে নয়, এই চরিত্রে 'কিং খান' ধরা দিচ্ছেন একটি বিজ্ঞাপনে। সেই বিজ্ঞাপনের শুটিংয়ের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।‌ এই মুহূর্তে 'আইফা অ্যাওয়ার্ড'-এর ২৫ তম বর্ষপূর্তিতে জয়পুরে পারি দিয়েছেন শাহরুখ। সেখানে তাঁকে দেখার জন্য উপচে পড়েছে ভিড়। অনুরাগীরা ঘিরে ধরেছেন তাঁদের পছন্দের নায়ককে। সেই ভিডিও উঠে এসেছে নেটপাড়ায়।