সংবাদ সংস্থা মুম্বই: হৃদরোগ নয়, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা টিকু তালসানিয়া। সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন তাঁর স্ত্রী। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধা পেলে বা রক্তনালী ছিঁড়ে গেলে ব্রেন স্ট্রোক হয়। তারপরেই বর্ষীয়ান এই অভিনেতাকে তড়িঘড়ি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন কেমন আছেন তিনি? জানালেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী তথা 'বিগ বস' শো খ্যাত প্রতিযোগী রেশমি দেশাই। 

 

রেশমির গুজরাটি ছবি রেশমি 'মম তানে নেয় সমজায়' ছবির প্রিমিয়ারে গত সন্ধ্যায় অর্থাৎ শনিবার হাজির হয়েছিলেন টিকু। সেখানে রেশমির সঙ্গে তাঁর কথাবার্তা হয়। সেই ছবি, ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ঘুরছে। এরপর সেখানেই খানিক পরে বুকে ব্যাথা শুরু হয় তাঁর। সঙ্গে অস্বস্তি। এরপর তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান টিকুর ব্রেন স্ট্রোকের আক্রান্ত হওয়ার কথা। 

 

রেশমি জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি স্তম্ভিত। এখনও তাঁর বিশ্বাস হচ্ছে না। অভিনেত্রীর কথায়, " যখন ওঁর সঙ্গে দেখা হল, ঠিকই তো ছিলেন। খথাও হল খানিকক্ষণ। আচমকাই কেমন যেন সবকিছু হয়ে গেল।" 

রেশমি জানিয়েছেন, ৭০ বছর বয়সি অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে এখন অভিনেতার পরিবার স্বাভাবিকভাবেই ব্যস্ত আছেন বলে তিনি আর যোগাযোগ করেননি তাঁদের সঙ্গে।

 

প্রসঙ্গত, থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোটপর্দা ও পরবর্তীকালে বড় পর্দাতেও তাঁর অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’ তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি। কমেডি চরিত্রের অভিনেতা হিসাবে টিকুর ঝুলিতে রয়েছে ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’ সহ আরও অনেক ছবি। এছাড়াও দীর্ঘ কেরিয়ারে‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’র মতো হিট ছবিতেও দর্শকের মনে জায়গা করেছেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’। 

 

দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার প্রবীণ অভিনেতার। তাঁর মেয়ে শিখা তালসানিয়াও ইতিমধ্যে অভিনয় জগতে পা রেখেছেন।