সংবাদসংস্থা, মুম্বই: ২২ নভেম্বর, ২০২৩, ৩৩ এ পা রাখলেন কার্তিক আরিয়ান। অভিনেতার শুভদিনে, বড় ঘোষণা করলেন পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে শেয়ার করলেন বিশেষ পোস্ট। একতা কাপুরের বালাজি টেলিফিল্মস ও করণের ধর্মা প্রোডাকশন যৌথভাবে তাঁদের নতুন প্রোজেক্টে মুখ্য চরিত্রে লঞ্চ করছেন কার্তিককে। পরিচালনার দায়িত্বে থাকবেন সন্দীপ মোদী। এবং ছবিটি মুক্তি পাবে ১৫ আগস্ট, ২০২৫।
করণ ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে লেখেন, "একটি বিশেষ দিনে, বিশেষ খবর নিয়ে শুরু করছি! ধর্মা মুভিস এবং বালাজি মোশন পিকচার্স জোট বাঁধছে। এই ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত । এই ছবির মূল চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান।"" এছাড়াও, অভিনেতাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে, করণ আরও লেখেন যে , "কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমার বিশ্বাস তোমার সহযোগিতা এই প্রোজেক্টকে আরও শক্তিশালী করে তুলবে। এবং বড় পর্দায় তুমি জাদু দেখাবে।""
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
করণ ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে লেখেন, "একটি বিশেষ দিনে, বিশেষ খবর নিয়ে শুরু করছি! ধর্মা মুভিস এবং বালাজি মোশন পিকচার্স জোট বাঁধছে। এই ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত । এই ছবির মূল চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান।"" এছাড়াও, অভিনেতাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে, করণ আরও লেখেন যে , "কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমার বিশ্বাস তোমার সহযোগিতা এই প্রোজেক্টকে আরও শক্তিশালী করে তুলবে। এবং বড় পর্দায় তুমি জাদু দেখাবে।""
View this post on Instagram
