প্রয়াত শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায়। বয়স ৮২ বছর। খবর, দীর্ঘ রোগভোগের পরে মৃত্যু তাঁর। আজকাল ডট ইন যোগাযোগ করলে জাতীয় স্তরের অভিনেতা খবরের সত্যতায় সিলমোহর দেন। শোকাচ্ছন্ন অভিনেতা সবিস্তার জানানোর মতো পরিস্থিতিতে ছিলেন না। বুধবার রাতে মাতৃহারা তিনি। খবর ছড়াতেই শোক টলিউডে। শাশ্বত জনপ্রিয় অভিনেতা-বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়কে হারান ২০০৭-এর ৫ জুলাই। তারকাপত্নী হয়েও অঞ্জলি বরাবর বিনোদন দুনিয়া থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তারকা-স্বামীর প্রয়াণের পরে তিনি নিজের মতো করে বেঁচেছিলেন। শুভেন্দু-পত্নী রেখে গেলেন দুই ছেলে শাশ্বত, শুভদীপ, দুই পুত্রবধূ মহুয়া, শর্মিষ্ঠা এবং নাতি-নাতনিদের। 

সবিস্তার আসছে....