বহুল প্রতীক্ষিত ছবি 'ধুরন্ধর'-এর ট্রেলার মুক্তির পর থেকেই অনলাইনে জোর আলোচনা শুরু হয়েছে। পরিচালক আদিত্য ধর-এর এই ছবিতে যেমন রয়েছে জমজমাট অ্যাকশন, তেমনই রণবীর সিং এবং তাঁর সহ-অভিনেত্রী সারা অর্জুনের মধ্যে দেখা গিয়েছে রোম্যান্সের ঝলক। আর এই সূত্রেই বিতর্কের জন্ম নেটপাড়ায়।

 

 

জুলাই মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই রণবীর এবং সারার মধ্যে ২০ বছরের বয়সের ব্যবধান নিয়ে সমাজমাধ্যমে তীব্র বিতর্ক এবং সমালোচনার ঝড় ওঠে। তবে এই বিতর্ককে একেবারেই পাত্তা দিচ্ছেন না সারার বাবা ও অভিনেতা রাজ অর্জুন।

 


রণবীর ও সারার মধ্যে বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠলেও, রাজ অর্জুন জানিয়েছেন যে এই ধরনের আলোচনা তাঁকে বিন্দুমাত্র প্রভাবিত করে না।
'সিক্রেট সুপারস্টার' (২০১৭) ছবিতে তাঁর ভূমিকার জন্য পরিচিত রাজ অর্জুন বলেন যে পেশাদার মানুষ হিসেবে এই সব নিয়ে ভাবার মতো সময় তাঁর নেই। তিনি একই পরামর্শ সারাকে দিয়েছেন। তিনি বলেন, "কিছু লোক ভাল কথা বলবে। অনেকে নেতিবাচক কথাও বলবে। এই সবই পেশার অংশ। আমি সারাকে প্রতিশ্রুতি দিয়েছি যে যাই হোক না কেন, সে বিশ্বের সবচেয়ে খুশি মানুষ হবে। আপনি যখন এগিয়ে যেতে থাকেন, তখন বাকি সবকিছুই পিছনে পড়ে থাকে।"

 

 

রাজ অর্জুন জানান, মাত্র আড়াই বছর বয়সে একটি শপিং মলে সারাকে একজন অভিনয়ের প্রস্তাব দেন। এরপর থেকেই তাঁর অভিনয় জীবন শুরু হয়। রাজ অর্জুন তাঁর মেয়ের কেরিয়ার নিয়ে বলেন, "আমি কখনওই ভাবিনি আমার মেয়ে অভিনেত্রী হবে। তার যাত্রাটা স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। পরে, আমি তাকে কোয়েম্বাটুরের একটি স্কুলে পাঠিয়েছিলাম যাতে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে যে সে কী চায়। সে ফিরে আসার পর, আবার কাজের সুযোগ আসতে থাকে। তার কেরিয়ারে আমার কোনও ভূমিকা নেই।"

 


তিনি আরও বলেন, "আমি সব জায়গায় ওর সঙ্গে যেতাম এবং তাকে মানসিকভাবে পরিপক্ক হতে সাহায্য করেছি। আমার সবচেয়ে বড় পরামর্শ সবসময় ছিল বাস্তবে বাঁচা। নিজেকে একটু কম প্রকাশ করো, কিন্তু কখনও জালিয়াতি করবে না।"

 

 

রাজ অর্জুন খুশি যে সারার এখন নিজস্ব একটি কাজের প্রক্রিয়া আছে। তিনি বলেন, "সে ছোটবেলা থেকেই কাজ করছে, তাই তার নিজস্ব ব্যক্তিত্ব তৈরি হয়েছে। যখনই সে জানতে চায়, আমি আমার অভিজ্ঞতা থেকে পরামর্শ দিই, কিন্তু সেটা সবসময় শুধু গাইডেন্স।" তিনি আরও বলেন যে, তাঁর বাবা যেমন তাঁর প্রতি কঠোর ছিলেন না, তিনিও তেমনই মেয়েকে স্বাধীনতা দেন এবং বন্ধুর মতো আচরণ করেন।

 

 

প্রসঙ্গত, শীতে বক্স অফিস কাঁপাতে আসছে 'ধুরন্ধর'। কিন্তু তার আগে যে ঝলক প্রকাশ্যে এল ছবির, তা দেখে রীতিমত আঁতকে উঠতে হয়। ১৮ নভেম্বর মুক্তি পেল রণবীর সিং অভিনীত এই ছবির ঝলক। আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ছবির ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে এক ব্যক্তি শুয়ে রয়েছে, তাঁর মুখ থেকে গলা পর্যন্ত একাধিক সূঁচ ফোটানো রয়েছে। সূঁচ ফোটানো রয়েছে পায়েও। আর তাঁকে এই যন্ত্রণাদায়ক ট্রিটমেন্ট দিচ্ছে সাক্ষাৎ মৃত্যু, আইএসআই মেজর ইকবাল ওরফে অর্জুন রামপাল। 

 


ভারতের তরফে উচ্চপদস্থ কর্তা হিসেবে দেখা মিলবে আর মাধবনের। তাঁর চরিত্রের নাম অজয় সান্যাল। তিনিই বুদ্ধি দেন পাকিস্তানের সন্ত্রাসবাদকে শেষ করতে হলে সেটার শিকড় পর্যন্ত যেতে হবে। পাকিস্তান কী ভাবছে, কী করছে সেই সমস্ত খবর দেবে সেই চর, যে পাকিস্তানে ঢুকবে। আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়বেন অক্ষয় খান্না। এসপি চৌধুরী আসলাম হয়ে ধরা দেবেন সঞ্জয় দত্ত। ট্রেলারে রক্তারক্তি, দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের সঙ্গে এক ঝলক দেখা গেল রণবীর-সারার রোম্যান্সের। গোটা ছবি জুড়ে যে টানটান উত্তেজনা এবং চমকের বহর থাকবে ঝলক সেটা বেশ বুঝিয়ে দিল। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই অ্যাকশন-থ্রিলার।