তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বাংলায়। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। জানুয়ারির শেষভাগে শহর থেকে উধাও শীতের আমেজ। এর মাঝেই দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস।
2
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
3
6
আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।
4
6
বৃহস্পতিবারেও দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আজ বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও।
5
6
আজ থেকে আগামী চারদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে সব জেলায়।
6
6
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী সাতদিনে বাংলায় রাতের তাপমাত্রায় কোনও বিশেষ পরিবর্তন হবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশার দাপট থাকতে পারে।