'কথা' ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছিলেন তাঁরা। তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের এত পছন্দ হয় যে অনেকেই চান সেই সম্পর্ক যেন বাস্তবেও পরিণতি পায়। আদতেই তাঁরা ভাল বন্ধু, অন্তত তেমনটাই পরিচয় দেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে বহুদিন ধরে ফিসফাস, সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে নাকি প্রেম করছেন। এবার অভিনেত্রীর জন্মদিনে সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেতা?
সুস্মিতা দে'র জন্মদিনে একটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন সাহেব ভট্টাচার্য। ছবিতে দেখা যাচ্ছে কোনও লেকের ধারে নায়িকার হাত ধরে পিছু ফিরে দাঁড়িয়ে আছেন পর্দার 'এভি'। দু'জন তাকিয়ে আছেন দু'জনের দিকে। এই ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'সফরটা লম্বা হতে পারে, কিন্তু তুমি সঙ্গে থাকলে, সেটা সুন্দর। শুভ জন্মদিন সুস্মিতা। আমি তোমার সঙ্গে আজীবন থাকব, তোমার পার্টনার ইন ক্রাইম, তোমার নিরাপদ আশ্রয় হয়ে। আমি তোমার সমস্ত বিরক্ত করা সামলে নেব। খালি তুমি হাসতে থেকো। আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ।'
সাহেবের এই পোস্টের জবাব দিয়েছেন সুস্মিতা দে। লিখেছেন, 'তুমি আমার পাশে থাকলে, দীর্ঘ থেকে দীর্ঘতম রাস্তাও বাড়ির মতো মনে হয়।' অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমেই অবশেষে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য তাঁদের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন। যদিও তাঁরা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেননি এই বিষয়ে।
কাছের মানুষ এবং বন্ধুদের নিয়ে এই বছরের জন্মদিন উদ্যাপন করেন সুস্মিতা দে। বার্থডে পার্টিতে কালো রঙের ফ্লোরাল অফ শোল্ডার ড্রেস পরেছিলেন নায়িকা। বিশেষ দিনে তাঁর পাশে ছিলেন সাহেব। নায়িকার হাতে ধরা ছিল 'টুরু লাভ' লেখা পোস্টার।
বার্থডে পার্টির একগুচ্ছ ছবি পোস্ট করে এদিন সুস্মিতা দে লেখেন, 'জীবনে আরও এক বছর উদ্যাপন করলাম। ঘিরে ছিল ভালবাসার, কাছের মানুষেরা। সুন্দর মুহূর্ত সব। প্রতিটি হাসি, প্রতিটি শুভেচ্ছা এবং প্রতিটি মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ সব কিছুর জন্য। এই উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য। ধন্যবাদ সাহেব আমার জন্মদিনকে আরও বিশেষ বানানোর জন্য।'
সুস্মিতার এই পোস্টে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু অঙ্গনা রায়, অভিকা মালাকার, প্রমুখ। প্রসঙ্গত, 'কথা' ধারাবাহিকের পর সদ্যই আবার জুটি বেঁধেছিলেন সাহেব সুস্মিতা। নাটকের মঞ্চে দেখা গিয়েছে তাঁদের। 'সিরাজ' নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন সাহেব এবং লুৎফুন্নিসা বেগমের চরিত্রে দেখা গিয়েছে সুস্মিতাকে।
