আগামী মাসেই তৈরি হতে চলেছে বিরল এক যোগ। ৫০০ বছর পর কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে পঞ্চগ্রহী যোগ, সেই কারণেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাস অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই পঞ্চগ্রহী যোগের কারণে খুলবে ৩ রাশির বন্ধ ভাগ্যের তালা। ছবি- সংগৃহীত
2
8
বর্তমানে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে। ছায়াগ্রহের সঙ্গে ৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। এরপর ৬ ফেব্রুয়ারি এই একই রাশিতে আসবে শুক্র। সূর্য আগামী ১৩ ফেব্রুয়ারি গোচর করবে কুম্ভে। আর অবশেষে, ২৩ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহও এই একই রাশিতে আসবে। ফলে ২৩ ফেব্রুয়ারি তৈরি হবে এই পঞ্চগ্রহী যোগ। জেনে নিন কারা লাভবান হবেন এতে। ছবি- সংগৃহীত
3
8
মেষ: আগামী মাসে তৈরি হতে চলা এই পঞ্চগ্রহী যোগ মেষ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ হতে চলেছে। এই রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির এক অনন্য শিখরে পৌঁছবে এই সময়। তরতরিয়ে উন্নতি হবে। বয়স্কদের তরফে সঠিক বুদ্ধি এবং পরামর্শ আপনাকে সাহায্য করবে। আত্মবিশ্বাস বাড়বে। ছবি- সংগৃহীত
4
8
এতদিন ধরে যে কাজ হতে গিয়েও হয়নি, বা নানা কারণে তাতে বাধা পড়েছে সেটা অবশেষে শুরু হবে। যাঁরা চাকরি বদল করার কথা ভাবছেন, তাঁরা সেই কাজে সফল হবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরাও নতুন কাজ পাবেন। নতুন প্রজেক্ট শুরু করার আদর্শ সময় হবে এটা। কঠোর পরিশ্রমের ফল ভোগ করবেন এই সময়। ছবি- সংগৃহীত
5
8
সিংহ: পঞ্চগ্রহী যোগ এই রাশির জাতকদের জন্য দারুণ লাভজনক হতে চলেছে। আর্থিক সমস্যা দূর হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে, ফলে ইনকাম বাড়বে। বাড়বে সঞ্চয়। ছবি- সংগৃহীত
6
8
অতীতে করা বিনিয়োগ থেকে লাভবান হবেন। পৈতৃক সম্পত্তির থেকেও হঠাৎ কোনও অর্থপ্রাপ্তি হতে পারে। পরিবারের সঙ্গে জড়িত কোনও ভাল খবর পেতে পারেন। যাঁরা দীর্ঘ সময় ধরে কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত, তাঁরা সেই কাজে সাফল্য পাবেন। ছবি- সংগৃহীত
7
8
কুম্ভ: যেহেতু এই রাশিতেই তৈরি হবে পঞ্চগ্রহী যোগ তাই তার শুভ ফল ভোগ করবেন এই রাশির জাতকেরা। হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। আর্থিক অবস্থা ভাল হবে। ভাগ্য সহায় থাকবে, ফলে যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। নতুন দায়িত্ব আসবে। ছবি- সংগৃহীত
8
8
কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে। কাজের জায়গায় পদোন্নতি এবং সম্মান বাড়বে। সামাজিক খ্যাতি, প্রতিপত্তিও বাড়বে। যাঁরা ব্যবসায়ী তাঁরা কোনও বড় ডিল ক্র্যাক করবেন বা অর্ডার পাবেন। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে। ছবি- সংগৃহীত