সদ্যই দ্বিতীয়বার মাতৃত্বের সুখ পেয়েছেন ভারতী সিং। ২০২৫ সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখ ভূমিষ্ট হয়েছে তাঁর এবং হর্ষ লিম্বাচিয়ার ছোট ছেলে। একরত্তির জন্মের মাস ঘুরতে না ঘুরতেই এদিন ধুমধাম করে তার নামকরণের অনুষ্ঠান পালিত হল। ছোট ছেলের কী নাম রাখলেন ভারতী এবং হর্ষ?
ভারতী সিংয়ের বড় ছেলের ডাক নাম গোলা, তাই এই তারকা দম্পতি তাঁদের ছোট ছেলের ডাকনাম নাম রেখেছেন কাজু। আর সেই কাজুর এদিন নামকরণের অনুষ্ঠান ছিল। জানা গিয়েছে একরত্তির ভাল নাম যশবীর রাখা হয়েছে। এই কথা খোদ ভারতী সিং সমাজমাধ্যমে ঘোষণা করেছেন।
ইনস্টাগ্রামে এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন ভারতী তাঁর ছোট ছেলের নামকরণের অনুষ্ঠানের। কোনও ছবিতে কমেডি কুইন ভারতীকে যশবীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পাশে বড় ছেলে গোলাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। আবার কোনও ছবিতে ছোট্ট কাজুকে দাদা গোলার কোলে দেখা গেল। এদিনের এই অনুষ্ঠানে ভারতী কমলা রঙের চুড়িদার পরেছিলেন। অন্যদিকে হর্ষ এবং গোলা হালকা নীল রঙের পাঞ্জাবিতে টুইনিং করেছিলেন। ছেলের নাম প্রকাশ্যে আনলেও তার মুখ দেখাননি এখনও হর্ষ এবং ভারতী।
ভারতী সিং এদিন ছোট ছেলের নামকরণের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনতেই একরত্তিকে ভালবাসা জানিয়েছে তার মায়ের ইন্ডাস্ট্রির বন্ধুরা। মন্তব্য করেছেন সুনীল শেট্টি, রুবিনা দিলায়েক, ইশা সিং, আদা খান, জয়া ভট্টাচার্য, প্রমুখ। ভারতী সিংকে আগামীতে লাফটার শেফ শোতে দেখা যাবে।
২০১৭ সালে সহকর্মী হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন ভারতী সিং। ২০২২ সালে ভূমিষ্ট হয় তাঁদের প্রথম সন্তান। এরপর ২০২৫ সালে আসে তাঁদের ছোট ছেলে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ছোট ছেলের জন্মের পর নাকি গোলা বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। ছেলের এমন কথা শুনে ভেঙে পড়েছিলেন ভারতী এবং কান্নায় চোখ ভিজে যায় তাঁর। পরে অবশ্য লক্ষ্য অর্থাৎ গোলা তার কথার পিছনের নিরীহ কারণ জানালে ভুল বোঝাবুঝির অবসান হয়। ভ্লগে আবেগপ্রবণ ভারতীকে বলতে শোনা যায়, “ও আমাকে কাঁদিয়ে দিয়েছে। বলছে, “‘মাম্মা, আমি তোমাকে ছেড়ে চলে যাব।’” তবে সঙ্গে সঙ্গেই লক্ষ্য জানিয়ে দেয়, সে মাকে ছেড়ে কোথাও যাচ্ছে না এবং ভারতীকে জড়িয়ে ধরে তাঁকে সান্ত্বনা দেয়। ঘটনাটি নিয়ে আরও বলতে গিয়ে ভারতী জানান, “হঠাৎ করেই বলতে শুরু করল, আমার ব্যাগ প্যাক করে দাও, আমি চলে যাব। তোমাকে ছেড়ে চলে যাব। খুব অদ্ভুত লাগছিল। লক্ষ্য এমন কথা বলে না। বাবা শুনলে সেও কাঁদতে শুরু করবে। আমাদের কি তোমার ভাল লাগে না? তাহলে কেন এমন কথা বলছ? মাম্মা কাঁদলে তোমার কি ভাল লাগে?”
