'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি শুরু হতে না হতেই একের পর এক চমক দিচ্ছে। একদিকে মৈনাকের ষড়যন্ত্র ভেস্তে দিয়ে গোরা এবং এলার বিয়ে হলেও, নায়কের মনে নায়িকাকে নিয়ে সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছে মৈনাক। কিছু না জেনেই স্ত্রীকে সন্দেহ করছে গোরা। আর তার জেরেই ফুলশয্যার রাতে এলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে নায়ক! 

সম্প্রতি 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সেখানেই দেখা গিয়েছে ফুলশয্যার ঘরে মুখোমুখি এলা এবং গোরা। সেখানেই স্ত্রীকে নানা অকথ্য শব্দ ব্যবহার করে অপমান করে গোরা। জানায় এলা নাকি বাকি চরিত্রহীন মেয়েদের মতোই, তার কাছে টাকাই সব। টাকার জন্য নাকি এলা শরীর, মন সব বেচতে পারে। এই কথা শুনে যারপরনাই রেগে যায় এলা। গোরাকে থামতে বলে। কিন্তু সে তাও বলে চলে। মৈনাক তার কানে যে কথা তুলেছে সেটা স্পষ্ট না করলেও ইঙ্গিত দেয়। তখন এলা তার থেকে জানতে চায় যে সে কী এমন করেছে যে গোরা তাকে এসব বলছে। শেষ পর্যন্ত কোন খাতে বইবে তাদের দু'জনের জীবন। গোরা কি আদৌ নিজের ভুল বুঝে এলাকে বিশ্বাস করবে? নাকি জিতে যাবে মৈনাকের ষড়যন্ত্র। 

প্রসঙ্গত সম্প্রতি একটি প্রোমোতে দেখানো হয়েছিল এলা গোরাকে বলবে যে সে যেভাবেই হোক ছয়মাসের মধ্যে গোরার মনে ভালবাসা নিয়ে বিশ্বাস ফেরাবে। অন্যদিকে গোরা তাকে ডিভোর্স পেপার ধরিয়ে বলবে ৬ মাস পরেই তাদের এই মিথ্যে বিয়ে ভেঙে দেবে। কিন্তু কেন? মৈনাক যখন শত চেষ্টার পরেও গোরা এবং এলার বিয়ে ভাঙতে পারে না তখন মিথ্যে দুর্ঘটনার নাটক করে। হাসপাতালে ভর্তি হয়। গোরা তাকে দেখতে এলে, ওকে না দেখার ভান করে বোনকে শোনায় এলা নাকি ওকে প্রোপোজ করেছিল। টিফিন বক্সে করে চিঠি দিত। সেও এলাকে ভালবেসে ফেলেছে। এখন গোরার টাকা দেখে এলা ওকে বিয়ে করেছে। এই কষ্ট মেনে নিতে পারছে না, তাই তার মরে যাওয়াই ভাল। এসব শুনে কিছু না জেনেই স্ত্রীকে ভুল বোঝে গোরা। যদিও বউভাতের দিন মৈনাকের নাটক সকলের সামনে ধরে ফেলে নায়িকা। বুঝিয়ে দেয় খলনায়কের আদতে হাত ভাঙা নয়। শেষ পর্যন্ত কী ঘটে এই গল্পে সেটাই দেখার!

'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় নিয়মিত দেখা যায়। এটি রোজ রাত সাড়ে ৯ টা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়।