ফের তুষারধসে বিধ্বস্ত কাশ্মীর। এবার ঘটনাস্থল কিশ্তওয়ার জেলার ওয়ারওয়ান উপত্যকা। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত দ্বিতীয়বার তুষারধসের সাক্ষী থাকল কাশ্মীর।
2
7
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ওয়ারওয়ান উপত্যকায় তুষারধস নেমে আসে। একাধিক বাড়ি, হোটেল বরফে ঢাকা পড়ে। যদিও তুষারধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেনি।
3
7
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ গন্দরবাল জেলার সোনমার্গের সারবাল এলাকায় ভয়াবহ তুষারধস নেমে আসে। প্রবল শক্তিতে পাহাড় থেকে নেমে আসা বরফের ঢলে একাধিক বাড়ি, হোটেল ও যানবাহন ঢেকে যায়।
4
7
মঙ্গলবারেও তুষারধসের জেরে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এর জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আপাতত তুষারধসপ্রবণ এলাকাগুলি পর্রযটকদের এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
5
7
গত সোমবার থেকেই গোটা কাশ্মীর উপত্যকায় লাগাতার তুষারপাত হচ্ছে। একটানা ভারী তুষারপাতের জেরে কাশ্মীরের উঁচু পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বরফে ঢাকা পড়েছে।
6
7
মঙ্গলবার জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। যার ফলে উপত্যকায় প্রবেশ ও প্রস্থান কার্যত থমকে যায়।
7
7
গতকাল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে সব উড়ান বাতিল করা হয়। নির্ধারিত ৫৮টি ফ্লাইটের মধ্যে ২৯টি বিমান বাতিল করা হয়েছে।