আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
'কল্কি ২' -তে দীপিকার জায়গা নিচ্ছেন সাই পল্লবী?
৮ ঘণ্টার বিতর্কের রেশ যেন কাটছেই না। 'স্পিরিট' ছবির পর থেকে একের পর এক ছবি হাতছাড়া হচ্ছে দীপিকা পাড়ুকোনের। আগেই জানা গিয়েছিল 'কল্কি ২' থেকেও বাদ পড়ছেন নায়িকা। এবার জানা গেল সেই জায়গায় কে আসতে চলেছেন। সূত্রের খবর, সাই পল্লবীকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের জায়গায়। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল সাই পল্লবীর হাতে একাধিক বলিউড প্রজেক্ট রয়েছে। আগামীতে তাঁকে নীতীশ তিওয়ারির 'রামায়ণ' ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে। এছাড়াও আমির খানের ছেলে জুনায়েদের সঙ্গে 'এক দিন' ছবিতেও কাজ করছেন তিনি। জল্পনা সত্যি হলে 'কল্কি ২' -তেও থাকছেন তিনি। তবে এখনও নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
'পরশুরাম' ধারাবাহিকের হিন্দি ভার্সনে দ্বৈত চরিত্রে নীল ভাট!
ছোটপর্দায় নতুন চরিত্র এবং কাজ নিয়ে ফিরতে চলেছেন নীল ভাট। 'মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম' ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। এটি স্টার জলসার 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের হিন্দি রিমেক। এখানে শিবপ্রসাদ এবং পরশুরাম, এই দুই চরিত্রে অভিনয় করবেন নীল ভাট। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন তাঁর কাছে দ্বৈত চরিত্রে অভিনয় করা কঠিন বা চ্যালেঞ্জিং নয়, বরং এক্সাইটিং। বাংলায় এই চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বসু।
গুরুতর আহত হতেই 'দ্য ৫০' থেকে সরে গেলেন রজত দালাল?
'বিগ বস ১৮' -এর প্রতিযোগী রজত দালালের কথা ছিল 'দ্য ৫০' শোতে অংশ নেওয়ার। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শোটির সম্প্রচার শুরু হওয়ার কথা। তার আগেই গুরুতর আহত হলেন অভিনেতা। এবং জানা গিয়েছে, সেই কারণেই এই শো থেকে বেরিয়ে গেলেন তিনি। একটি হাই-ইনটেনসিটি কাজ করতে গিয়েই বিপত্তি বাঁধে। মাঝপথে সেই কাজ থামিয়ে দিতে হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তড়িঘড়ি। ট্রাইসেপ্স ছিঁড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে পরীক্ষা হওয়ার পর। ফলে তাঁকে বর্তমানে বিশ্রামের পাশাপাশি চিকিৎসার মধ্য থাকতে হবে। তাই তিনি এই 'দ্য ৫০' -তে অংশ নিতে পারবেন না।
