আকাশভাঙা বৃষ্টি। ভেজা বাতাসে কাঁপছে কলকাতা। সন্দীপ্তা সেনের বাড়িতে কিন্তু মহা সমারোহে বসন্ত ঋতু! হলুদ শিফন শাড়িতে সরু সিক্যুইন পাড়। সকাল সকাল শাঁখা-পলা, সোনার বালা আর মেহেন্দিতে সেজে উঠেছে কোমল হাতদুটো। মাথায় মুকুট, কপালে লাল টিপ, অল্প প্রসাধনী আর খোলা চুল— নায়িকা এভাবেই মোহময়ী নিজের গায়েহলুদ অনুষ্ঠানে। পিছিয়ে নেই সৌম্যও। তিনি এদিন ঝকঝকে বাসন্তী পাঞ্জাবিতে। গায়ে হলুদের আসর সাজানো রকমারি গাঁদা দিয়ে। ধবধবে সাদা মোজেকের মেঝে রঙিন হলুদ রঙের আলপনায়।
আংটি বদলের দিন সন্দীপ্তা-সৌম্যর সাজে ছিল সাম্প্রতিক বলিউডি ধারা। মুম্বই তারকারা যেভাবে পেলব রঙের ডিজাইনার লহেঙ্গা-শেরওয়ানিতে সেজে ওঠেন তাঁরা ঠিক সেভাবেই সেজেছিলেন। কিন্তু বিয়ের দিন সকাল থেকে বর-কনে সনাতনী। পরিবারের সবাই স্ত্রী আচার মেনে বরণ করেন তাঁদের। উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় আর তাঁর স্ত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। ত্বরিতা-সন্দীপ্তার বন্ধুত্ব আট বছরের। আইবুড়ো ভাত থেকে তাই তিনি বন্ধুর পাশে। সবাই এদিন সেজেছিলেন হলুদ পোশাকে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
আংটি বদলের দিন সন্দীপ্তা-সৌম্যর সাজে ছিল সাম্প্রতিক বলিউডি ধারা। মুম্বই তারকারা যেভাবে পেলব রঙের ডিজাইনার লহেঙ্গা-শেরওয়ানিতে সেজে ওঠেন তাঁরা ঠিক সেভাবেই সেজেছিলেন। কিন্তু বিয়ের দিন সকাল থেকে বর-কনে সনাতনী। পরিবারের সবাই স্ত্রী আচার মেনে বরণ করেন তাঁদের। উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় আর তাঁর স্ত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। ত্বরিতা-সন্দীপ্তার বন্ধুত্ব আট বছরের। আইবুড়ো ভাত থেকে তাই তিনি বন্ধুর পাশে। সবাই এদিন সেজেছিলেন হলুদ পোশাকে।
View this post on Instagram
