আজকাল ওয়েবডেস্ক: বড়সড় ধাক্কা খেল দিল্লির ক্রিকেট। রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের কাছে হার মানল দিল্লি। জম্মু-কাশ্মীরের ওপেনার কামরান ইকবালের দুরন্ত সেঞ্চুরিতে সাত উইকেটে ম্যাচ জিতল জম্মু-কাশ্মীর। 

রঞ্জি ট্রফিতে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে  জম্মু-কাশ্মীরের এটাই প্রথম জয়। 

চারটি ম্যাচের পরে দিল্লি গ্রুপ ডি-তে ষষ্ঠ স্থানে রয়েছে। দিল্লির সংগ্রহে সাত পয়েন্ট। 

নক আউটে পৌঁছতে হলে দিল্লিকে মিরাকল ঘটাতে হবে। দল নির্বাচনে রয়েছে প্রশ্ন, স্ট্র্যাটেজিতে রয়েছে সমস্যা, নেতৃত্বে গলদ এবং রাজ্য ক্রিকেট সংস্থায় ভাঙন ও অন্তর্কোন্দলের জন্য দিল্লির এই হার। 

১৯৬০ সালের পরে দিল্লি ও জম্মু-কাশ্মীর ৪৩ বার মুখোমুখি হয়েছে। দিল্লি এর মধ্যে সরাসরি ৩৭ বার জিতেছে। 

১৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল জম্মু-কাশ্মীর। শেষ দিনে জম্মু-কাশ্মীরের দরকার ছিল ১২৪ রান। ওপেনার ইকবাল ১৪৭ বলে ১৩৩ রানে অপরাজিত ছিল। অন্যদিকে নৈশপ্রহরী বংশহজ শর্মা ৫৫ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। 

গোড়ার দিকে পিচ নিয়ে সংশয় থাকলেও ইকবালের শটে ও তাঁর ব্যাটিংয়ে সমস্যা দ্রুতই অন্তর্হিত হয়। 

শেষের দিকে ইকবাল এক হাতে স্লগ সুইপ করে ছক্কা হাঁকান। চল্লিশ বছর বয়সি পরস ডোগরাও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন। 
 প্রথম ইনিংসে দিল্লি করেছিল ২১১ রান। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর তুলেছিল ৩১০ রান। দ্বিতীয় ইনিংসে দিল্লি তুলেছিল ২৭৭ রান। দ্বিতীয় ইনিংসে জেতার জন্য জম্মু-কাশ্মীরের দরকার ছিল ১৭৯ রান। তিন উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় জম্মু-কাশ্মীর।