Delhi red fort car blast Sidharth Malhotra Karan Johar Raveena Tandon send prayers
'দোষীরা কঠোর শাস্তি পাক, দেশে শান্তি ফিরে আসুক'-দিল্লি বিস্ফোরণে ক্ষোভ প্রকাশ করণ, আল্লু, সিদ্ধার্থের
নিজস্ব সংবাদদাতা
১১ নভেম্বর ২০২৫ ১৬ : ২৩
শেয়ার করুন
1
6
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় শোকাহত গোটা দেশ। এই ভয়াবহ দুর্ঘটনায় বলিউডের তারকারা শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। এই ঘটনার পর থেকেই রাজধানী দিল্লিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে লিখেছেন, 'নয়াদিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার জন্য আমার মন কাঁদছে। পরিবারগুলির জন্য আমার সব ভালবাসা ও প্রার্থনা রইল। দয়া করে এই সময়ে সুরক্ষিত এবং সতর্ক থাকুন।'
2
6
অন্যদিকে, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা দিল্লিকে উদ্দেশ্য করে একটি আবেগপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, 'লালকেল্লা বিস্ফোরণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার জন্য আমার হৃদয় থেকে সমবেদনা। দিল্লি, শক্তিশালী হও এবং সুরক্ষিত থেকো।'
3
6
অভিনেত্রী রবিনা ট্যান্ডন তাঁর এক্স হ্যান্ডেলে শোক জানিয়ে লিখেছেন, 'দিল্লির বিস্ফোরণে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই সব শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি খবর।'
4
6
অভিনেতা সোনু সুদ লেখেন, 'দিল্লির লালকেল্লার কাছে আজকের মর্মান্তিক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সকলের কাছে আমার হৃদয় পৌঁছে যাচ্ছে। আসুন, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই, একে অপরের খেয়াল রাখি এবং শান্তির জন্য অঙ্গীকার করি।'
5
6
এছাড়াও, অভিনেত্রী ঋদ্ধিমা কাপুর সাহানি নিহত এবং আহতদের পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন। তিনি তাঁর বার্তায় অপরাধীদের কঠোর শাস্তির দাবিও করেছেন। তিনি লেখেন, 'যাঁরা জীবন হারালেন এবং যাঁরা আহত, তাঁদের জন্য আমার প্রার্থনা। লালকেল্লা বিস্ফোরণের খবরে মন ভারাক্রান্ত। আশা করি, দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।'
6
6
আল্লু অর্জুন লেখেন, 'দিল্লির লালকেল্লায় ঘটা এই দুর্ঘটনার খবর জানতে পেরে খুবই দুঃখিত। আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য আমার সমবেদনা রইল। খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক।'