অনুমিতা, অঙ্কুশ, অয়ন, অর্ণব....। তালিকাটা বেশ লম্বা। 'এ' দিয়ে শুরু হয় এমন বহু নাম রয়েছে। আপনিও কি পড়েন সেই তালিকায়? তাহলে জানেন কি, আপনার নামের আদ্যক্ষর বলে দেবে আপনার চারিত্রিক গুণ?
2
6
নামের আদ্যক্ষরে আসলে লুকিয়ে রয়েছে ব্যক্তিত্বের ইঙ্গিত। এটি অনেক কিছুরই ইঙ্গিত দেয়। ব্যক্তির স্বভাব কেমন হতে পারে সেটা বলে দেয় নামের শুরুর অক্ষর।
3
6
১ সংখ্যার সঙ্গে যুক্ত এ। যাঁদের নামের শুরুতে এ থাকে তাঁদের ব্যক্তিত্ব ভীষণ আকর্ষণীয় হয়। প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হন এঁরা। অত্যন্ত উচ্চাভিলাষী হন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন।
4
6
অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী স্বভাবের হয় এ যাঁদের নামের অদ্যক্ষর হয়। আত্মবিশ্বাসের অভাব হয় না কখনও এঁদের, নিজের শর্তে জীবনযাপন করেন। তবে এঁদের ভীষণই ধৈর্যের অভাব হয়। কোনও ঘটনা ঘটলে তাতে চটজলদি প্রতিক্রিয়া দেখান।
5
6
প্রকাশ্যে প্রেম প্রেম ভাব দেখাতে পছন্দ করেন না এঁরা। তুলনায় কম রোম্যান্টিক হয়। কিন্তু যাঁদের ভালবাসেন এঁরা তাঁদের খুশি রাখার, ভাল রাখার চেষ্টা করেন। ভীষণই বুদ্ধিমান হন এঁরা। হাস্যরস ভাল হয়।
6
6
'এ' অদ্যক্ষর থাকে যাঁদের তাঁরা যেমন স্মার্ট হন, তেমনই নামে যদি কারও ৩ বা তার বেশি এ থাকে তাঁরা স্বার্থপর হন। সহজে মানিয়ে নিতে পারেন না।