নিজস্ব সংবাদদাতা: প্রায় বছর দেড়েক পর বড়পর্দায় ফিরছেন সলমন খান। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা 'ভাইজান'-এর আগামী ছবি ‘সিকান্দর’-এর। বহুদিন পর ফের অ্যাকশন অবতারে সলমনকে দেখে বেজায় আপ্লুত নেটিজেনরা। সলমন-অনুরাগীদের কথায়, “যখন এই ছবি প্রেক্ষাগৃহে আছড়ে পড়বে, বাওয়াল উঠবে।” ছবিতে 'টাইগার'-এর বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দনা। এইমুহূর্তে দেশের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম প্রায় সবার উঁচুতে। রশ্মিকা-ই একমাত্র ভারতীয় অভিনেত্রী যাঁর ঝুলিতে রয়েছে তিন তিনটি ৫০০ কোটি ক্লাবে ঢুকে পড়া ছবি -'অ্যানিম্যাল', 'পুষ্পা ২' এবং ছাবা'। তবু 'সিকান্দর'-এ তাঁর পারিশ্রমিকের অঙ্ক সলমনের তুলনায় ২৪ গুণ কম! আজ্ঞে হ্যাঁ। একেবারে সঠিক শুনছেন। ২৪ গুণ কম!
সূত্রের খবর, 'সিকান্দর'-এর জন্য সলমন খান পেয়েছেন ১২০ কোটি টাকা আর সেখানে ছবির প্রধান অভিনেত্রী হিসাবে রশ্মিকার ঝুলিতে ঢুকেছে মাত্র ৫ কোটি টাকা। অর্থাৎ সলমন রশ্মিকার তুলনায় ২৪গুণ বেশি অঙ্কের টাকা পেয়েছেন। সোজা হিসাব। ছবির দ্বিতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল পেয়েছেন মাত্র ৩ কোটি। রশ্মিকার আগে সর্বাধিক ৫০০ কোটি টাকার হিট ছবি নিজের ঝুলিতে পুরে রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। সৌজন্যে তাঁর 'পাঠান' এবং 'জওয়ান' ছবি দু'টি। কিন্তু রশ্মিকা এসে সেই রেকর্ড এখন নিজের নামের সঙ্গে জুড়ে নিয়ছেন।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ঝাঁ চকচকে নতুন ঝলক। সেখানে একা হাতে দুষ্কৃতীদের মারতে দেখা গেল সলমনকে।তার মাঝেই মাঝে মাঝে ভেসে আসছে সলমনোচিত গরমা গরম সংলাপ – ‘ইনসাফ দিতে নয়, সাফ করতে এসেছে!” ছবির ঝলক থেকে গানের ভিডিওতে নজরে এসেছে সলমনের সঙ্গে রশ্মিকার জমাটি রসায়ন।
নির্মাতাদের দাবি, এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। জন্মদিনের পরের দিনই 'সিকান্দর'-এর প্রথম ঝলকে নতুন অবতারে ধরা দিয়েছিলেন সলমন।
চলতি মাসে ঈদে আসতে চলেছে সলমন খানের ‘সিকান্দর’।
