সংবাদ সংস্থা মুম্বই: সমাজমাধ্যমে আচমকা একটি বড়সড় ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন সলমন খান। আগামী ৪ ও ৫ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘দ্য বলিউড বিগ ওয়ানস’ শো, তবে তা পিছনো হচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গি হামলা।
এই শো সলমন ছাড়াও কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, দিশা পটানি, সুনীল গ্রোভার এবং মণীশ পাল-এর মতো তারকাদের নিয়ে সাজানো ছিল, যা এখন আসমুদ্রহিমাচল দেশের শোকের ঢেউয়ে থমকে গেছে। সলমন খান তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “কাশ্মীরের এই অন্ধকার দিনগুলির প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৪ এবং ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডন-এ হওয়ার কথা ছিল আমাদের শো-গুলি স্থগিত রাখছি। আমরা জানি, অনেকেই এই শো-এর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু এমন শোকের সময়ে, আমাদের থামা উচিত। আশা করি, আপনারা আমাদের এই সিদ্ধান্তকে বুঝতে পারবেন।”
এদিকে, পহলগাঁওয়ে জঙ্গি হামলা-তে ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া সবাই ভারতীয় নাগরিক। এই ঘটনা, যা একমাত্র সলমনকেই নয় বরং পুরো দেশকেই শোকস্তব্ধ করেছে, তার এক্স (টুইটার) পোস্টে তিনি লিখেছেন, “কাশ্মীর, পৃথিবীর স্বর্গ, এখন পরিণত হয়েছে নরকে। নিরপরাধ মানুষদের মৃত্যুর জন্য আমার হৃদয় গভীর দুঃখে ভরা।”
