সংবাদ সংস্থা মুম্বই: এই নিয়ে গত কয়েক মাসে তিন-তিনবার দুষ্কৃতীদের হামলায় খবরের শিরোনামে উঠে এল বান্দ্রা।  গত বছরের এপ্রিলের এক রবিবারের সাতসকালে সলমন খানের বাড়ির সামনে চলল পরপর গুলি। যদিও হতাহতের খবর নেই। কিন্তু ভোরবেলায় কয়েক রাউন্ড গুলির আওয়াজ ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই দুষ্কৃতী এসে তিন রাউন্ড গুলি চালায়। বাইকে করে পালানোর আগে আরও এক রাউন্ড চালায় তারা। পরে জানা যায়, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক তাঁরা। এরপর গত বছরের অক্টোবরেই খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এসিপি নেতা বাবা সিদ্দিকী। ৬৬ বছর বয়সি নেতাকে গুলি করে খুন করা হয়। ছেলে তথা বিধায়ক জিশান সিদ্দিকীর দফতরের বাইরে দাঁড়িয়ে দশেরা উপলক্ষে বাজি ফাটাচ্ছিলেন বাবা সিদ্দিকী। তখনই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সূত্রের খবর, বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে আচমকা সিদ্দিকীর উপর গুলি চালায়। দু'টি গুলি পেটে এবং অন্যটি বুকে লাগে প্রাক্তন মন্ত্রীর। তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান তিনি। এরপর গুরুতর অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। সিদ্দিকী খুনের দায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল নিয়েছিল। তারপর এবার সইফের ফ্ল্যাটে ঢুকে তাঁর উপর এই হামলার ঘটনা! 

 

বান্দ্রাতেই একের পর এক চলছে এই ঘটনা। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলেই বি-টাউনের প্রথম সারির তারকাদের বাস। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী সইফের দ্রুত আরোগ্য কামনা করে  বান্দ্রা অঞ্চলের অধিবাসীদের নিরাপত্তার প্রশ্ন তুলে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক এবং মুম্বই পুলিশকে একহাত নিয়েছেন। সমাজমাধ্যমে তিনি সরাসরি লেখেন, “কী লজ্জা! বান্দ্রাতে একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন। সিদ্দিকী পরিবার ন্যায়বিচারের জন্য আজও অপেক্ষারত, সলমন বাধ্য হয় বুলেটপ্রুফ বাড়িতে  থাকছেন। আর এখন সইফ আলি খানের এই খবর!  মুম্বইয়ে যদি তারকারা-ই সুরক্ষিত না থাকেন তাহলে কারা সুরক্ষিত?”

 

 

অন্যদিকে, প্রায় একই সুরে মুখ খুলেছেন ‘সঞ্জু’ ছবিখ্যাত অভিনেত্রী করিশ্মা তন্না। তিনিও এই ঘটনায় যারপরনাই উদ্বিগ্ন। তিনি সইফের প্রতিবেশী। অভিনেতার আবাসনের পাশের বহুতলের বাসিন্দা। জানান, গত কয়েক দিন ধরেই এই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করার আর্জি জানাচ্ছিলেন তিনি। বান্দ্রার এই ঘটনা এখানকার বাসিন্দাদের চোখ খুলে দিল।” উদ্বেগ প্রকাশ করিশ্মার। আরও বলেন,  “ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আবাসনের নিরাপত্তারক্ষীদের আরও ভাল ভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। এই ধরনের ঘটনায় ওঁদের উপর ভরসা করা যায় না। কোনও চোর বা ডাকাত যদি বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে নিরাপত্তারক্ষীরা আটকাতে না পারেন, তা হলে কী করে চলবে!

?ref_src=twsrc%5Etfw">January 16, 2025

 

প্রসঙ্গত, শুরু হয়েছে পুলিশি তদন্ত। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৭টি আলাদা বিশেষ দল তৈরি করেছে অভিযুক্তকে ধরার জন্য। কারণ সদ্য প্রকাশ্যে এসেছে অভিযুক্তের ছবি । সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর ছবি! সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার ছবি।