সংবাদ সংস্থা মুম্বই: দিনকয়েক আগেই মুম্বইয়ের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘সিকান্দর’-এর পরের ছবি নিয়ে বড়সড় ঘোষণা সেরেছিলেন ‘টাইগার’। বলেছিলেন, “সিকান্দরের পর আরও বড় অ্যাকশন ছবি করছি। সেখানে অ্যাকশন হবে আরও আগ্রাসী, আরও বাস্তবধর্মী—আরও রগরগে!” তা এই ছবি পরিচালনা করবেন কে? ‘ভাইজান’-এর জবাব, “এই ছবিতে ইন্ডাস্ট্রির বড় ভাই সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করছি।”
বলিউডের দুই মহারথী সলমন খান ও সঞ্জয় দত্ত আবারও একসঙ্গে ফিরছেন! তাও কোনও সাধারণ ছবিতে নয়— হাড়হিম-করা ধুন্ধুমার অ্যাকশনে! ছবির নাম ‘গঙ্গা রাম’, যেখানে দু’জনেই থাকছেন দুই মুখ্যচরিত্রে। সলমন-সঞ্জয়ের এই ছবি এইমুহূর্তে সলমনের প্রযোজনা সংস্থার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। সলমনের টিম যখন 'মুন্নাভাই'কে এই ছবির গল্প শোনায়, ‘সঞ্জু বাবা’ এক কথায় ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন।
এক সূত্র জানিয়েছে সলমন-সঞ্জয়ের যুগলবন্দি মানেই ‘ফুল ফায়ারপাওয়ার’! এই ছবিতে দু’জনের আলফা এনার্জি নতুন মাত্রা যোগ করবে। শোনা যাচ্ছে, ছবির পরিচালনায় থাকছেন কৃষ অহির, যিনি সলমনের বহু বিগ বাজেট ছবিতে কাজ করেছেন একজন প্রধান সহকারী পরিচালক হিসেবে। এবার তিনি ‘গঙ্গা রাম’-এর ক্যাপ্টেন। সেই সূত্র আরও জানিয়েছে, এই ছবি অ্যাকশনের সুনামি হতে চলেছে! অ্যাকশন, স্টাইল— সব ভরপুর মাত্রায় থাকবে।
শুটিং শুরু ২০২৫ সালের জুন-জুলাইয়ে। ছবিটি প্রযোজনা করলেও, বড় ক্যানভাসে ঝড় তুলতে আরও এক বড়সড় প্রযোজনা সংস্থা খোঁজা হচ্ছে। ভাইজান আর সঞ্জু বাবার কামব্যাক মানেই অ্যাকশনে আগুন! এই ছবি নিয়ে বলিউডে রীতিমতো ঝড় বইছে!
‘গঙ্গা রাম’-এর জন্য অপেক্ষা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দুই তারকার অনুরাগীদের মধ্যে। এখন প্রশ্ন একটাই— সলমন-সঞ্জয় জুটির পরবর্তী অ্যাকশন ছবি কি আসবে ২০২৫-এই না কি ২০২৬-এর ঈদে?
