সংবাদসংস্থা, মুম্বই: মায়ানগরী যখন রামলালার প্রাণপ্রতিষ্ঠায় ব্যস্ত, হাসপাতালে ভর্তি হলেন সইফ আলি খান। সূত্রের খবর, অভিনেতাকে সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। আসন্ন সিনেমার জন্য অ্যাকশন সিকোয়েন্স করার সময় হঠাৎই পুরনো চোট থেকে বাড়াবাড়ি শুরু হয় অভিনেতার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ট্রাইসেপ সার্জারি করা হয় তাঁকে । এই মুহূর্তে তিনি ভাল আছেন।
অস্ত্রোপচারের পরে, সইফ বলেন, ""আমি ভাল আছি। চোট ছিল, অস্ত্রোপচার করা হয়েছে। অনুরাগীদের এত ভালবাসায় আমি অভিভূত। তাঁদের ধন্যবাদ জানাই।"" সইফ আলি খানের অভিনেত্রী-স্ত্রী করিনা কাপুর খান, হাসপাতালে স্বামীর পাশে রয়েছেন বলে জানা গিয়েছে।
অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল "আদিপুরুষ" ছবিতে। প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত, সিনেমাটি পরিচালনা করেছিলেন ওম রাউত। তাঁকে পরবর্তীতে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে তেলুগু ছবি " দেবারা"তে দেখা যাবে। নির্মাতারা সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন কোরাতলা শিভা।
গত মাসে, করণ জোহরের কফি উইথ করণ সিজন ৮-এ হাজির হয়েছিলেন সইফ। "রকি অর রানি কি প্রেম কাহানি" পরিচালক সইফের কাছে জানতে চেয়েছিলেন, করিনা কীভাবে তাঁর জীবনকে প্রভাবিত করেছেন । উত্তরে "বিক্রম বেদা " অভিনেতা প্রশংসার সুরে জানিয়েছিলেন, ব্যবস্থাপনা, স্বাস্থ্য, ব্যায়াম, রুটিন, শৃঙ্খলা, ধৈর্য- এই সব কিছুর পরিপ্রেক্ষিতে করিনা অসাধারণ। ২০১২, অক্টোবরে সইফ ও করিনার বিয়ে বলিউডে শোরগোল ফেলেছিল। তাঁদের বয়সের ব্যবধান ছিল বলিউডের শিরোনামে। সেই সব পেরিয়ে চুটিয়ে সংসার করছেন দম্পতি। তাঁদের দুই সন্তানও রয়েছে লাইমলাইটে।
অস্ত্রোপচারের পরে, সইফ বলেন, ""আমি ভাল আছি। চোট ছিল, অস্ত্রোপচার করা হয়েছে। অনুরাগীদের এত ভালবাসায় আমি অভিভূত। তাঁদের ধন্যবাদ জানাই।"" সইফ আলি খানের অভিনেত্রী-স্ত্রী করিনা কাপুর খান, হাসপাতালে স্বামীর পাশে রয়েছেন বলে জানা গিয়েছে।
অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল "আদিপুরুষ" ছবিতে। প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত, সিনেমাটি পরিচালনা করেছিলেন ওম রাউত। তাঁকে পরবর্তীতে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে তেলুগু ছবি " দেবারা"তে দেখা যাবে। নির্মাতারা সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন কোরাতলা শিভা।
গত মাসে, করণ জোহরের কফি উইথ করণ সিজন ৮-এ হাজির হয়েছিলেন সইফ। "রকি অর রানি কি প্রেম কাহানি" পরিচালক সইফের কাছে জানতে চেয়েছিলেন, করিনা কীভাবে তাঁর জীবনকে প্রভাবিত করেছেন । উত্তরে "বিক্রম বেদা " অভিনেতা প্রশংসার সুরে জানিয়েছিলেন, ব্যবস্থাপনা, স্বাস্থ্য, ব্যায়াম, রুটিন, শৃঙ্খলা, ধৈর্য- এই সব কিছুর পরিপ্রেক্ষিতে করিনা অসাধারণ। ২০১২, অক্টোবরে সইফ ও করিনার বিয়ে বলিউডে শোরগোল ফেলেছিল। তাঁদের বয়সের ব্যবধান ছিল বলিউডের শিরোনামে। সেই সব পেরিয়ে চুটিয়ে সংসার করছেন দম্পতি। তাঁদের দুই সন্তানও রয়েছে লাইমলাইটে।
