২০০৫ সালে 'ফেম গুরুকুল' রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন দু'জনেই। সেই প্রতিযোগিতায় জেতা হয়নি অরিজিৎ সিংয়ের। এমনকী ছিলেন না সেরা তিনের মধ্যেও। সেখানে এই শোয়ের বিজয়ী হয়েছিলেন আরও এক বাঙালি, রূপরেখা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রূপরেখা লাইমলাইটের আড়ালে চলে গেলেও, খ্যাতির শীর্ষে পৌঁছন অরিজিৎ সিং। শুধু তাই নয়, একটা সময় রটে যায় রূপরেখা বন্দ্যোপাধ্যায় নাকি অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী। এই রিয়েলিটি শো করতে গিয়েই দু'জনের প্রেম হয়, সেখান থেকে বিয়ে। যদিও পরবর্তীতে রূপরেখা জানিয়ে দেন অরিজিৎ সিং কেবলই তাঁর ভাল বন্ধু। তাঁদের কখনই বিয়ে হয়নি। বরং সেই রিয়েলিটি শোয়ের দুই দশক পরেও, অরিজিতের এত নামডাক হওয়ার পরেও তাঁদের যোগাযোগ এবং বন্ধুত্ব আছে। এবার অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করতেই প্রতিক্রিয়া জানালেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়।
এদিন সমাজমাধ্যমে তাঁদের ফেম গুরুকুলের সময়ের একটি ছবি পোস্ট করে লেখেন, 'কী লিখব ভেবে পাচ্ছি না। প্লেব্যাকের ভুরি ভুরি ব্যস্ততার থেকে আপাতত বিরাম। একটু জিরিয়ে নে। আবার তো উঠে পড়ে লাগতে হবে নতুন স্বাধীন সঙ্গীত বানানোর জন্য। আমরা কতক্ষণ আর তোর নতুন গান না শুনে থাকতে পারব বল? আমিও তো তোর অগণিত ভক্তদের মধ্যে একজন। ভাল থাকিস ভাই।'
অন্যদিকে গায়িকা সোনা মহাপাত্রও এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নিতে। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত কোথাও থেকে বেরিয়ে যাওয়ার বদলে মনে হচ্ছে যেন স্বাধীনতায় প্রবেশের পদক্ষেপ। সঙ্গে সম্ভাবনার। আমি জানি এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ ওঁর একান্ত ব্যক্তিগত এবং সঠিক। তাই কেন এই সিদ্ধান্ত নিলেন সেটা নিজের মতো অনুমান করছি না। ওঁর আগে কেউ এমন পদক্ষেপ নেননি, সরে গিয়ে জায়গা করে দেননি। উনিই প্রথম, এক্সপ্লোর করার জন্য, নতুন কিছু তৈরি করার জন্য, নিজের শর্তে নিজের গান বানানোর জন্য এটা করলেন। আর এতে নতুনরা সুযোগ পাবে, যাঁরা আজ স্ক্র্যাচ গায়ক হিসেবে থেকে গিয়েছেন ডেমোতে।'
সোনা আরও জানান, 'এটা যদি ওঁর পছন্দ হয়, তাহলে বলব সাহসী, বিনয়ী এবং ব্যাঘাত না ঘটিয়ে নেওয়া সেরা সিদ্ধান্ত। কুর্নিশ তোমায় অরিজিৎ। তোমার এই নতুন পথ আনন্দে পরিপূর্ণ হোক। ভরে থাক ভরপুর ক্রিয়েটিভিটি। আর হ্যাঁ উনি উধাও হচ্ছেন না, উনি গান বানাবেন।'
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি আর প্লেব্যাক করবেন না। নতুন কোনও প্রজেক্ট নেবেন না প্লেব্যাক গায়ক হিসেবে। কারণ হিসেবে জানিয়েছেন, তিনি সহজেই বোর হয়ে যান। একই সঙ্গে তিনি নতুনদের উঠে আসার সুযোগ করে দিতে চান বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
