সামনেই কড়া নাড়ছে বাজেট। তার দিকেই তাকিয়ে রয়েছেন গোটা দেশের মানুষ। তবে তার আগে সকলের নজরে রয়েছে দেশের আর্থিক সমীক্ষার রিপোর্ট ২০২৬।
2
9
দেশের অর্থনৈতিক সমীক্ষার দিকে নজর রেখে ভারতের আগামীদিনের চলার পথ বোঝা যাবে বলেই মনে করছেন সকলে। দেশের অর্থনীতি ৬.৮ থেকে শুরু করে ৭.২ শতাংশের দিকে উত্থান হতে পারে।
3
9
আর্থিক সমীক্ষার বিষয়টি হল ভারতের অর্থনৈতিক পরিস্থিতির গত এক বছরের রিপোর্ট। সেখানে সরকারের আগামীদিনের নীতিগুলি থাকবে।
4
9
ভারতের ঘরোয়া অর্থনীতির দিকে সকলের নজর থাকবে। সেখানে দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধির দিকটি নিয়ে চিন্তাভাবনা করা হবে।
5
9
অন্যদিকে উঠতি বাণিজ্য নীতির দিকেও নজর থাকবে এই আর্থিক সমীক্ষা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের গতি এখান থেকেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
6
9
দেশের অর্থনীতির গন্ডি পার করে ভারত এখন বিদেশের মাটিতে নিজের কাজ করছে। সেখানে বিদেশের প্রতিষ্ঠান এবং দেশগুলির সঙ্গে ভারতের আর্থিক লাভের দিকটি নজরে থাকবে।
7
9
মার্কিন দেশ সম্প্রতি ভারতের ওপর মোটা হারে শুল্কের বোঝা চাপিয়েছে। সেদিক থেকে দেখতে হলে আর্থিক নীতিগুলি কোন পথে যাবে সেদিকেও নজর রয়েছে বিশ্বের বাকি দেশের।
8
9
ভারতের মতো স্থিতিশীল অর্থনৈতির দেশে আর্থিক সমীক্ষা একটি বিরাট দিক। সেখানে দেশ আগামীদিনে কোন পথে গিয়ে আরও বেশি আত্মনির্ভর হবে সেদিকেও জোর দেওয়া হবে।
9
9
চলতি অর্থবর্ষে বাজেট পেশের আগে এই আর্থিক সমীক্ষা অনেকটা মধ্যবিত্তদের স্বস্তি দেবে। সেখানে দেশের আর্থিক বৃদ্ধির হার ৬.৮ থেকে বেড়ে ৭.২ শতাংশ হতে পারে। এবার সেটাই প্রধান টার্গেট কেন্দ্রীয় সরকারের।