সদ্যই প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং। তারপরই জল্পনা শুরু হয়েছে এরপর গায়ক কী করবেন সেটা নিয়ে। অনেকেরই দাবি, অরিজিৎ সিং ছবি বানানোয় মন দিয়েছেন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আর সেই ছবি নিয়েই এবার বড় চমক প্রকাশ্যে এল।
মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের দাবি অরিজিৎ সিংয়ের প্রথম ছবিতে থাকছেন তাঁরই ছেলে। বিপরীতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরাকে। এরপরই জল্পনা আরও বেড়েছে। গুগলের মতে, অরিজিৎ সিংয়ের বড় ছেলের বয়স ১৭+। অর্থাৎ তাঁর জন্ম ২০০৮ সালে, এদিকে অরিজিৎ এবং কোয়েলের বিয়ে হয়েছে ২০১৪ সালে। ফলে সবটা মিলিয়ে সব হিসেব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। এক যদি এই ছবিতে কিশোর, কিশোরীর গল্প দেখানো হয়, তবে সেটা আলাদা হতে পারে।
তবে আপাতত জানা গিয়েছে অরিজিৎ সিংয়ের এই ছবিটি জঙ্গলের অ্যাডভেঞ্চারের উপর ভিত্তি করে বানানো হবে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজেও থাকবেন। থাকবেন দিব্যেন্দু ভট্টাচার্য। অরিজিৎ সিংয়ের ছবি এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন তাঁর স্ত্রী কোয়েল। জানা গিয়েছে গোটা ভারতেই মুক্তি পাবে ছবিটি। এটির প্রযোজনা করছেন অরিজিৎ সিং, কোয়েল সিং এবং মহাবীর জৈন। মুক্তি পাওয়ার আগে একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হতে পারে বলেই রিপোর্টে জানানো হয়েছে। তবে সবটাই এখন জল্পনা। আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০১৮ সালে একটি বাংলা ছবির পরিচালনা করেছিলেন অরিজিৎ। সেই 'সা' ছবিটিতে একটি ছোট ছেলের সঙ্গীতের সফরের গল্পকে তুলে ধরা হয়েছিল।
প্রসঙ্গত, ২৭ জানুয়ারি সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে অরিজিৎ সিং জানিয়ে দেন তিনি আর প্লেব্যাক করবেন না। লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'
কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন? এই বিষয়ে অরিজিৎ সিং নিজেই জানিয়েছেন, 'এটার পিছনে কেবল একটা কারণ নেই। বরং একাধিক কারণ রয়েছে। আর তাছাড়া আমি এটা বহুদিন ধরেই করার চেষ্টা করছিলাম। অবশেষে আমি সেই সঠিক সাহসটা অর্জন করতে পেরেছি।' তিনি আরও জানান যে বোর হয়ে গিয়েছিলেন, চাইছিলেন নতুনরা উঠে আসুন এবার। সেই কারণেই এমন পদক্ষেপ নিয়েছেন বলেই জানিয়েছেন।
