ধর্মীয় ভাবাবেগে আঘাত! এফআইআর দায়ের রণবীর সিং-এর বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা
২৯ জানুয়ারি ২০২৬ ১২ : ৫২
শেয়ার করুন
1
6
গত বছর আইএফএএফআই-এর মঞ্চে কন্নড় সংস্কৃতির পবিত্র ‘দৈব’ বা পবিত্র আত্মা নিয়ে মশকরা করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে জড়ালেন রণবীর সিং। উপকূলীয় কর্ণাটকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বেঙ্গালুরুতে অভিনেতার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে রণবীরকে এই অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধেয় ‘দৈব’ আরাধনার অনুকরণ করতে দেখা যায়, যা ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
2
6
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এক জনস্বার্থ রক্ষাকারী সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, রণবীর সিং অর্থের বিনিময়ে বাণিজ্যিক উদ্দেশ্যে এই পবিত্র প্রথাকে ব্যবহার করে কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসকে তুচ্ছ করেছেন। ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত কাজ) ধারায় মামলাটি রুজু করা হয়েছে বলে খবর।
3
6
যদিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারত (আইএফএএফআই)-এ অভিনেতা রণবীর সিং-এর ওই পরিবেশনা ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।
4
6
ওই মঞ্চে তিনি জনপ্রিয় কন্নড় ছবি 'কান্তারা: চ্যাপ্টার ১'-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের অনুকরণ বা মিমিক্রি করেন। এই সময় মূল ছবির অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি মঞ্চে উপস্থিত ছিলেন। রণবীরের এই পরিবেশনার পর সমাজমাধ্যমে এবং চলচ্চিত্র মহলে সমালোচনার ঝড় ওঠে।
5
6
এই বিতর্ক তীব্র আকার ধারণ করলে, রণবীর সিং দ্রুত তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে একটি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা জারি করেছিলেন। তিনি জানান, তাঁর কাজ কাউকে আঘাত করা বা কোনও সংস্কৃতিকে অমর্যাদা করার উদ্দেশ্যে ছিল না। বরং, তাঁর পরিবেশনা ছিল ঋষভ শেট্টি এবং ছবিটি প্রতি তাঁর গভীর মুগ্ধতা ও প্রশংসার বহিঃপ্রকাশ।
6
6
কিন্তু তারপরেও বিতর্ক থামেনি। দায়ের হল অভিযোগ। যদিও এই বিষয়ে রণবীর সিং বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে আইনি জটিলতা যে বাড়ছে, তা স্পষ্ট।