চলতি বছরের ১ ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা। রবিবার ভোর ৫ টা ৫২ মিনিট থেকে শুরু হচ্ছে তিথি। গোটা বছরের সমস্ত পূর্ণিমার মধ্যে এই তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। আপনার যদি কোনও অপূর্ণ মনোবাঞ্ছা থেকে থাকে তাহলে সেটা পূরণ করতে এদিন সন্ধ্যায় করুন এই সহজ টোটকা। ছবি- সংগৃহীত
2
5
মাঘী পূর্ণিমায় তিনটি চাল দিয়ে পূরণ করুন ৩টি মনস্কামনা। তবে তার জন্য লাগবে গোটা তিনটি আতপ চাল। জেনে নিন কী করণীয়। ছবি- সংগৃহীত
3
5
মাঘ পূর্ণিমার রাতে আপনার বাঁ হাতে তিনটি চালের কণা নিন। এবার একটা চালের দানা ডান হাতে তুলে নিন। এবার চন্দ্রদেবের দিকে মুখ করে নিজের প্রথম মনের ইচ্ছে জানিয়ে সেই চাল অর্পণ করে দিন। ছবি- সংগৃহীত
4
5
একই ভাবে দ্বিতীয় এবং তৃতীয় মনের ইচ্ছে জানিয়ে এক এক করে চালের দানা চন্দ্রদেবকে অর্পণ করে দিন। জোরে নয়, মনের এই ইচ্ছেগুলো অবশ্যই মনে মনে বলবেন। চেষ্টা করুন বারান্দা বা ছাদে দাঁড়িয়ে এই টোটকা করতে। ছবি- সংগৃহীত
5
5
এই বছরের মাঘী পূর্ণিমায় স্নো মুন দেখা যাবে কারণ চাঁদ পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে তৈরি হবে আয়ুষ্মান যোগ, যা কিনা বিরল একটি যোগ। ফলে এদিন রাতে এই টোটকা করলে সহজেই আপনার মনের ইচ্ছে পূরণ হবে। ছবি- সংগৃহীত