নিত্য নতুন গল্পের ভিড়ে জমজমাট এখন চ্যানেলগুলো। আসছে একের পর এক নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় বহু বছর পর আবারও ফিরছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। ২০২৩ সালে 'মুকুট' ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল তাঁকে। এরপর ওটিটি এবং বড়পর্দায় কাজ করলেও ছোটপর্দায় আর দেখা যায়নি শুভাশিস মুখোপাধ্যায়কে।
সূত্রের খবর, স্টার জলসার আসন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। ধারাবাহিকের নাম 'সংসারের সংকীর্তন'। প্রযোজনায় ক্যামেলিয়া। এই প্রযোজনা সংস্থা এতদিন ছবি, সিরিজ নিয়েই কাজ করেছে। এই প্রথমবার ধারাবাহিকের প্রযোজনায় ক্যামেলিয়া।
ইতিমধ্যেই ধারাবাহিকের মহরত অনুষ্ঠিত হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি মনিষা দে ও সব্যসাচী চৌধুরী। এই প্রথমবার জুটি হিসেবে দেখা যেতে চলেছে তাঁদের। জানা যাচ্ছে, সংসারের টানাপোড়েনই এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। গল্পে সব্যসাচীকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। অন্যদিকে, মানালি স্টার জলসার পর্দায় ফিরছেন অনেক বছর পর। তাই তাঁর চরিত্রটিও দর্শকের কাছে চমক হয়ে উঠবে।
সব্যসাচীকে দর্শক এতদিন ছোটপর্দায় আধ্যাত্মিক গল্পেই দেখেছেন। এই প্রথমবার এক ভাঙা চরিত্রে আসছেন অভিনেতা। মানালি, সব্যসাচী, শুভাশিস ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার একাধিক তারকাকে। সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই হবে প্রোমো শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।
এর মধ্যে একটা বিষয় উল্লেখ্য, নতুন মেগা আসা মানেই পুরনো মেগার ইতি। এক্ষেত্রে 'সংসারের সংকীর্তন' এলে কোন পুরনো ধারাবাহিকের উপরে কোপ পড়বে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে, আর কিছুদিনের মধ্যেই সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসার আরও একটি নতুন মেগা 'শুধু তোমারই জন্য'। এই মেগার মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিৎ সাহা ও নবাগতা অভিনেত্রী মন্দিরা দেবনাথ।
