নিজস্ব সংবাদদাতা: অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ধুমকেতু'। এই ছবির মাধ্যমে বহু বছর পর আবার দর্শক দেখতে পাবেন টলিউডের অন্যতম সফল জুটি দেব-শুভশ্রীকে। তাঁদের বিচ্ছেদের পর অতীতকে পিছনে রেখে এই ছবির শুটিং করেন দেব-শুভশ্রী। দর্শকের পাশাপাশি দেব নিজেও এই ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন বহুদিন ধরেই। অবশেষে সব সমস্যা কাটিয়ে মুক্তির পথে এই ছবি।
ইতিমধ্যেই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রাণা সরকার এবং দেব। সেই ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। 'রঘু ডাকাত'-এর শুটিং শেষ করেই 'ধুমকেতু' নিয়ে ব্যস্ত তিনি। তবে এই ছবির জন্য আবার কী আগের মত ছবির প্রচারে রাজি হবেন দেব-শুভশ্রী?
সেক্ষেত্রে ইতিবাচক কথাই শোনা গিয়েছে। আরও একবার দেব-শুভশ্রী জুটির ম্যাজিক বড়পর্দায় দেখার অপেক্ষায় সকলেই। এই বিষয়ে কী বলছেন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে এই প্রশ্ন করা হলে রুক্মিণী বলেন, "আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে আছি।"
হাসিমুখেই উত্তর দিলেও মন থেকে কতটা খুশি হতে পারছেন রুক্মিণী? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজও দেব-শুভশ্রী জুটি এবং দেব-রুক্মিণী জুটিকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনা করেন অনুরাগীরা। দেব-শুভশ্রীর প্রেম এবং তাঁদের বিচ্ছেদ মেনে নিতে পারেননি অনেকেই। তবে তারকারা নিজেদের মতো জীবন গুছিয়ে নিয়েছেন। ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্র কখনওই এক করে দেন না কেউই। সেই কারণে 'ধুমকেতু'র প্রচারে আবার একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে। ১৪ অগাস্টের জন্য দিন গুনছেন দেব-শুভশ্রী বহু অনুরাগীরা, সেই তালিকায় এবার যুক্ত হলেন রুক্মিণী মৈত্রও।
