নিজস্ব সংবাদদাতা: গত ১২ জুলাই চার হাত এক হয়েছে অনন্ত-রাধিকার। এরপর রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন টলিপাড়ার তারকারাও। অম্বানিদের ডাকে মুম্বই পৌঁছেছিলেন বাংলার একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।
উজ্জ্বল সোনালী শাড়িতে এদিন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড রিসেপশনে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর আঁচলের অংশপাতা নকশা করে তৈরি। চুলে টেনে খোঁপা, মানানসই গয়না ও মেকআপে নজর কাড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের সাজের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগও করে নেন তিনি।
কিন্তু, এবার নজর কাড়লো রুক্মিনীর করা সাম্প্রতিক পোস্ট। অনন্ত ও রাধিকার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। হাসিমাখা মুখে তোলা ওই ছবির ক্যাপশনে অভিনেত্রী নব দম্পতিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে লেখেন, "সত্যিকারের ভালবাসা কোনওদিন অন্ধ হয়না, বরং তাঁরা তাঁদের ভালবাসার মানুষের জীবনে আরও আলো এনে দেন। তার প্রকৃত নিদর্শন অনন্ত-রাধিকা। তোমাদের নতুন জীবন সুখের হোক এই কামনাই করি।"
প্রসঙ্গত, এখনও বিয়ের পর্ব মেটেনি আম্বানিদের। মুম্বইয়ে রাজকীয় বিয়ের অনুষ্ঠানের পর এবার স্বপরিবারে পারি দেবেন তাঁরা লন্ডনের উদ্দ্যেশে। সেখানে সারবেন বিবাহ পরবর্তী অনুষ্ঠান।
উজ্জ্বল সোনালী শাড়িতে এদিন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড রিসেপশনে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর আঁচলের অংশপাতা নকশা করে তৈরি। চুলে টেনে খোঁপা, মানানসই গয়না ও মেকআপে নজর কাড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের সাজের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগও করে নেন তিনি।
কিন্তু, এবার নজর কাড়লো রুক্মিনীর করা সাম্প্রতিক পোস্ট। অনন্ত ও রাধিকার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। হাসিমাখা মুখে তোলা ওই ছবির ক্যাপশনে অভিনেত্রী নব দম্পতিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে লেখেন, "সত্যিকারের ভালবাসা কোনওদিন অন্ধ হয়না, বরং তাঁরা তাঁদের ভালবাসার মানুষের জীবনে আরও আলো এনে দেন। তার প্রকৃত নিদর্শন অনন্ত-রাধিকা। তোমাদের নতুন জীবন সুখের হোক এই কামনাই করি।"
প্রসঙ্গত, এখনও বিয়ের পর্ব মেটেনি আম্বানিদের। মুম্বইয়ে রাজকীয় বিয়ের অনুষ্ঠানের পর এবার স্বপরিবারে পারি দেবেন তাঁরা লন্ডনের উদ্দ্যেশে। সেখানে সারবেন বিবাহ পরবর্তী অনুষ্ঠান।
