সাম্প্রতিককালে বলিউড অভিনেতা সলমন খান সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত 'জয় ফোরাম'-এ তাঁর একটি মন্তব্যের জেরে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। ভারতীয় ছবির অগ্রগতি নিয়ে কথা বলার সময় তিনি বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে উল্লেখ করায় পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে খবর। স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই মন্তব্যের জেরে পাকিস্তান নাকি তাঁকে 'সন্ত্রাসী' ঘোষণা করেছে।
ঠিক কী বলেছিলেন সলমন খান? জানা গিয়েছে, রিয়াদ ফোরামে সলমন খান মন্তব্য করেন যে, মধ্যপ্রাচ্যে হিন্দি চলচ্চিত্র মুক্তি পেলে তা কেন সফল হবে। তিনি বলেন, "আমাদের দেশ থেকে অনেকেই এখানে এসেছেন। বালুচিস্তানের মানুষ আছেন, আফগানিস্তানের মানুষ আছেন, পাকিস্তানের মানুষ আছেন— সবাই এখানে কাজ করছেন।"
তিনি মূলত বিভিন্ন দেশের মানুষের উপস্থিতির কারণে হিন্দি, তামিল বা তেলুগু ছবির সাফল্যের কথা বোঝাতে চেয়েছিলেন। তবে, তাঁর এই মন্তব্যে 'বালুচিস্তান' এবং 'পাকিস্তান'কে পৃথক ভৌগোলিক সত্তা হিসেবে উল্লেখ করা হয়, যা পাকিস্তানের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়।
বালুচিস্তান হল পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, যেখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতা বা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র আন্দোলন চলছে। বালুচ জাতীয়তাবাদীরা এটিকে পাকিস্তান থেকে সম্পূর্ণ আলাদা একটি জাতি এবং অঞ্চল হিসেবে দেখে। এমন পরিস্থিতিতে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতার মুখ থেকে বালুচিস্তানকে আলাদা করে উল্লেখ করার বিষয়টি সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং এটি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়।
সলমন খানের মন্তব্যের পর, সোশ্যাল মিডিয়ার কিছু অংশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু বালুচ নেটিজেন এই মন্তব্যকে তাঁদের স্বাতন্ত্র্য এবং পৃথক পরিচিতির স্বীকৃতি হিসেবে স্বাগত জানান। অন্যদিকে, পাকিস্তান-পন্থী অ্যাকাউন্টগুলি এবং মিডিয়াগুলি এই বক্তব্যকে পাকিস্তানের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলার প্রচেষ্টা হিসেবে দেখে।
সমাজমাধ্যমে দাবি করা হয়েছিল সলমন খানের মন্তব্যের ফলে পাকিস্তান সরকার বা সংশ্লিষ্ট মহল থেকে তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং তাঁকে 'সন্ত্রাসী' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যদিও এই দাবির সত্যতা বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনও ঘোষণা আসার খবর নিরপেক্ষভাবে নিশ্চিত করা কঠিন। তবে, তাঁর মন্তব্য যে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

এই ঘটনা আবারও আন্তর্জাতিক মঞ্চে বালুচিস্তানের সংবেদনশীল বিষয়টি সামনে নিয়ে এল। সলমনের মন্তব্য অনিচ্ছাকৃত 'ভুল' ছিল, নাকি একটি সচেতন রাজনৈতিক বক্তব্য ছিল— তা নিয়েও নানা জল্পনা চলছে। অভিনেতা বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে যুক্তিযুক্ত কোনও তথ্য ছাড়া সলমনকে 'সন্ত্রাসী'র আখ্যা দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে দাবি ভারতীয় সমাজমাধ্যমের।
