সংবাদ সংস্থা মুম্বই: রমজান মাস চলছে। তার মধ্যেই বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদকে নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে অভিনেতার হাতে মদের গ্লাস দেখা গিয়েছে। তার পরেই নেটাগরিকদের একাংশ তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। তিনি স্পষ্ট করলেন, এটি তাঁর জন্মদিনের আসল উদযাপন নয়, বরং দিল্লিতে একটি শুটিং সেটের দৃশ্য। ভিডিওতে দেখা যায়, জমকালো আয়োজনে জন্মদিন উদ্যাপন করছেন রাজা মুরাদ। তবে এই ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। অনেকেই মনে করেছিলেন, এটি তাঁর ব্যক্তিগত জন্মদিনের অনুষ্ঠান।
এ প্রসঙ্গে সমস্ত জল্পনায় ইতি টেনে অভিনেতা ভিডিওর কমেন্ট সেকশনে ব্যাখ্যা করেন –“এই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, সেটা আমার চরিত্রের জন্মদিনের দৃশ্য। আমার আসল জন্মদিন নভেম্বর মাসে।”
এই ভিডিওটি শেয়ার করেছিলেন অভিনেতা কিরণ কুমার, যিনি শুটিংয়ের অংশও ছিলেন। অন্যদিকে, রাজা মুরাদ তাঁর শক্তিশালী পর্দা উপস্থিতি, গভীর কণ্ঠস্বর ও নজরকাড়া অভিনয়ের জন্য পরিচিত। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে তিনি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মস্তানি’, ‘খুদা কসম’, ‘রুদ্রমাদেবী: কিং অফ দেবগিরি’-র মতো একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন।
