হাতেগোনা তিনদিন। তারপরেই চারহাত এক রণদীপ হুডা-লিন লইশরামের। রবিবার প্রকাশ্যে তাঁদের বিয়ের আমন্ত্রণলিপি। সামাজিক পাতায় রণদীপ জানিয়েছেন, ২৯ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করছেন। মণিপুরে মহাভারতের অর্জুন-চিত্রাঙ্গদার বিয়েকে অনুসরণ করেই তাঁদের বিয়ের থিম। বিশেষ দিনে তাঁদের ঘিরে থাকবেন পরিবার, পরিজন, বন্ধু, হিতাকাঙ্খীরা। মণিপুরের ইম্ফলে বিয়ের আসর। মুম্বইয়ে রিসেনশন। সব মিলিয়ে কয়েকটি দিন উদযাপনের মধ্যে দিতেই যাবে। নতুন জীবনে পা রাখার আগে তাই সবার থেকে আশীর্বাদ, শুভেচ্ছা চাইছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Randeep Hooda (@randeephooda)