সংবাদ সংস্থা, মুম্বই: ‘‘আমায় যদি বিষাক্ত পুরুষত্ব বিরোধিতার মুখ বানান, তা হলে খুশি মনে রাজি’’, আলিয়া ভাটের লিপস্টিক-বিতর্ক নিয়ে অবশেষে এভাবেই জবাব দিলেন রণবীর কাপুর। নায়ক আপাতত ব্যস্ত তাঁর পরের ছবির প্রচারে। শীতে মুক্তি পাচ্ছে সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমেল’। সেই প্রসঙ্গে কখনও সাংবাদিক, কখনও ভক্তদের মুখোমুখি তিনি। সেখানেই প্রশ্ন, সত্যিই কি আলিয়ার লিপস্টিক মোছার কারণ তিনি? সবাই ভেবেছিলেন, জবাব দিতে গিয়ে হয়তো অস্বস্তিতে পরবেন নায়ক। রণবীরের কিন্তু কোনও দ্বিধা নেই। তিনি সপাট জানান, তিনি সামাজিক মাধ্যমে নেই। তাই কী নিয়ে চর্চা হচ্ছে, তাই নিয়েও তাঁর মাথাব্যথা নেই।

কথাপ্রসঙ্গে রণবীরের আরও দাবি, নেতিবাচকতা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কারণ, কোনও কিছুই শুধু ভাল হতে পারে না। ভালকে বোঝানোর জন্য মন্দ দরকার। তিনি যে কোনও বিষয় এভাবেই দেখেন। ফলে, তাঁকে খারাপ বা নেতিবাচকতা কম ছুঁয়ে যায়। যে কোনও রান্না যেমন নুন ছাড়া বিস্বাদ তেমনই এই নেতিবাচকতা। খারাপ না থাকলে ভাল পূর্ণতা পায় না। তাই এসব নিয়ে মাথা না ঘামিয়ে তিনি নিজের অভিনয়, অভিনীত চরিত্র সম্বন্ধে সমালোচনা শুনতে বেশি ভালবাসেন। কারণ, এতে তাঁর অভিনয়ের ধার আরও বাড়বে। তিনি বিনোদন দুনিয়ায় আরও অনেক দিন থেকে যাবেন।

রণবীর এরপর নিজের বিবৃতি আরও স্পষ্ট করেন। তাঁর যুক্তি, দেশে বিষাক্ত পুরুষত্বের বিরুদ্ধে মুখ খোলার সময় হয়েছে। তাই তাঁর পদক্ষেপ বা তাঁকে যদি এই প্রতিবাদের মুখ বানানো হয় তা হলে একপায়ে খাড়া। রণবীরের ব্যক্তিগত জীবনের থেকে বিষাক্ত পুরুষত্বের প্রতিবাদ বা বিরোধিতা অনেক বেশি কঠিন লড়াই।