সংবাদ সংস্থা মুম্বই: ১৩ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে রাণা নাইডুর বহু প্রতীক্ষিত দ্বিতীয় সিজন। ফিরে এল ভেন্কটেশ, আর নতুন খলনায়ক রূপে চমকে দিতে আসছেন অর্জুন রামপাল। দুই ‘দুগ্গুবতী’র তাণ্ডব এবার ছোটপর্দায়— রাণা এবং তাঁর বাবা নাগা নাইডুর সম্পর্ককে ঘিরে গড়ে উঠছে আরও জটিল, রোমাঞ্চকর গল্প। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে মিলল তারই ঝলক।

 

রাণা দুগ্গুবতীর চরিত্রটিকে দেখা গেল স্ত্রীকে মুখোমুখি হতে— কিন্তু অতীত তাকে ছাড়ছে না। পরিবারের জন্য সব কিছু করতে প্রস্তুত রাণা, আর ভাইয়ের সঙ্গে তাঁর বন্ডিং একদম হাইলাইট! অন্যদিকে ছবিতে প্রথমবার হাজির হয়েছে ওবেরয় পরিবার, যারা স্পষ্টতই নাইডুদের বিরুদ্ধে। ট্রেলারের শেষে ‘বাহুবলী’খ্যাত রাণা আর অর্জুন রামপালের মুখোমুখি সংঘর্ষ— দর্শকের গায়ের রোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট!

 

 

ভেঙ্কটেশ দুগ্গুবতীর চরিত্র ফিরে এসেছে কমেডি আর অ্যাকশনের নিখুঁত মিশেলে। নির্মাতাদের স্পষ্ট ঘোষণা—“পরিবার এলে রাণা কোনো নিয়ম মানে না!” এই সিজনে মিলবে একে একে ধামাকা, রোমাঞ্চ, আর রক্তাক্ত পারিবারিক যুদ্ধের  আস্বাদ।

 

প্রথম সিজনের শেষেই দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সেই উত্তেজনায় যোগ দিচ্ছে বহু অজানা গোপন সত্য, পুরনো ক্ষত আর প্রতিশোধের আগুন। এই সিজনে অভিনয়ে আছেন সুশান্ত সিং, অভিষেক ব্যানার্জি, কৃতি খারবান্দা, সুচিত্রা পিল্লাই, সুরভীন চাওলা, গৌরব চোপড়া, রাজেশ জৈস এবং রজনী বসুমতী।