সংবাদ সংস্থা মুম্বই: ২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত ছবি 'রেস ৩'। সলমন ছাড়াও সে ছবিতে দেখা গিয়েছিল অনিল কপূর, ববি দেওল, সাকিব সালেম, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং আরও অনেককে। ছবির পরিচালক বলিউডের নামজাদা কোরিওগ্রাফার রেমো ডিসুজা। ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবিতে সইফ আলি খানকে সরিয়ে রীতিমতো উড়ে এসে জুড়ে বসেছিলেন 'ভাইজান'। তবে শেষরক্ষা হয়নি। ১২০ কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিসে দারুণ কিছু কামাল করে দেখাতে পারেনি। তবে সাফল্যের মুখ না দেখলেও রেস ৪ -এর ঘোষণা সেরে ফেলেছেন প্রযোজক রমেশ তৌরানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'রেস' ফ্র্যাঞ্চাইজির ছবির প্রযোজক জানিয়েছেন আদৌ এই ছবি সলমন খানের জন্য ভাবা ছিল না। বরং সেই সময় সলমন রেমোর সঙ্গে অন্য একটি ছবির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত ছিলেন। একজন কন্যা সন্তানকে কীভাবে এক হাতে বড় করে তুলছেন তাঁর বাবা, কীভাবে মেয়ের স্বপ্নপূরণের জন্য প্রাণপাত চেষ্টা করছেন সেই বাবা, তাই নিয়েই ছিল ওই ছবির গল্প। সেই ছবিটাই হল অভিষেক বচ্চনের আগামী ছবি 'বি হ্যাপি'। অভিষেককে এই ছবিতে পরিচালনা করেছেন রেমো। সেই ছবিতে সলমনের সঙ্গে ডেইজি শাহ এবং জ্যাকলিন ফার্নান্ডেজের অভিনয়ের কথা ছিল। তবে 'রেস ৩'-এর কথা শোনামাত্রই নাকি বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন সলমন, জানালেন প্রযোজক। সেই ছবি পরিচালনার জন্য রেমোকে ডেকে নেন তিনি। 'বি হ্যাপি' ছেড়ে একে একে যোগ দেয় ডেইজি এবং জ্যাকলিনও।
উল্লেখ্য, 'রেস ৩'-এর প্রধান খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য সলমনই ডাক পাঠান ববি দেওলকে। আর অ্যাবস তৈরি করার নানান টিপসও সলমনই ববিকে দেন।পাশাপাশি এই ছবির জন্য একটি রোম্যান্টিক গানও লিখেছিলেন সলমন খান। পাক গায়ক আতিফ আসলাম গেয়েছিলেন সেই গান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'রেস' ফ্র্যাঞ্চাইজির ছবির প্রযোজক জানিয়েছেন আদৌ এই ছবি সলমন খানের জন্য ভাবা ছিল না। বরং সেই সময় সলমন রেমোর সঙ্গে অন্য একটি ছবির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত ছিলেন। একজন কন্যা সন্তানকে কীভাবে এক হাতে বড় করে তুলছেন তাঁর বাবা, কীভাবে মেয়ের স্বপ্নপূরণের জন্য প্রাণপাত চেষ্টা করছেন সেই বাবা, তাই নিয়েই ছিল ওই ছবির গল্প। সেই ছবিটাই হল অভিষেক বচ্চনের আগামী ছবি 'বি হ্যাপি'। অভিষেককে এই ছবিতে পরিচালনা করেছেন রেমো। সেই ছবিতে সলমনের সঙ্গে ডেইজি শাহ এবং জ্যাকলিন ফার্নান্ডেজের অভিনয়ের কথা ছিল। তবে 'রেস ৩'-এর কথা শোনামাত্রই নাকি বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন সলমন, জানালেন প্রযোজক। সেই ছবি পরিচালনার জন্য রেমোকে ডেকে নেন তিনি। 'বি হ্যাপি' ছেড়ে একে একে যোগ দেয় ডেইজি এবং জ্যাকলিনও।
উল্লেখ্য, 'রেস ৩'-এর প্রধান খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য সলমনই ডাক পাঠান ববি দেওলকে। আর অ্যাবস তৈরি করার নানান টিপসও সলমনই ববিকে দেন।পাশাপাশি এই ছবির জন্য একটি রোম্যান্টিক গানও লিখেছিলেন সলমন খান। পাক গায়ক আতিফ আসলাম গেয়েছিলেন সেই গান।
