সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘মালিক’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজকুমার রাও, মানুষী চিল্লর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ শুক্লা, সৌরভ সাচদেব, স্বানন্দ কিরকিরে, পরিচালক পুলকিত এবং প্রযোজক কুমার তৌরানি ও জয় শেওকরমানি। তবে সেই সন্ধ্যার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়াল রাজকুমার রাও এবং প্রসেনজিতের জমাটি রসায়ন।
এক সাংবাদিক যখন তাঁদের ‘বং কানেকশন’ নিয়ে প্রশ্ন করেন, মুচকি হেসে রাজকুমারের জবাব,“ আমার বং কানেকশন তো আপনি জানেনই—পত্রলেখা ইজ দ্য বং কানেকশন (হেসে)।” উল্লেখ্য, বাঙালি অভিনেত্রী পত্রলেখা রাজকুমারের স্ত্রী। সংবাদমাধ্যমের আরও এক প্রশ্ন ছিল, প্রসেনজিৎ এবং রাজকুমার কি একসঙ্গে খাবার খেতে খেতে, তা নিয়ে আড্ডা দিতে দিতে বন্ধুত্ব গড়ে তুলেছেন? সঙ্গে সঙ্গে রাজকুমারের রসিক জবাব—“ সেটা অন্তত এই ছবির সেটে নয়! কারণ আমরা দু'জনে যে চরিত্রে অভিনয় করছি, তারা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করার লোক নয়!”
তারপর কিছুটা গম্ভীর হয়ে রাজকুমার বলেন, “বুম্বাদা’র সঙ্গে কাজ করা মানেই একটা মজার অভিজ্ঞতা। আগেও অনেকের মুখে ওঁর প্রশংসা শুনেছি। সবাই বলেন উনি শুধু অসাধারণ অভিনেতা নন, একজন দারুণ মানুষও। আর সহ-অভিনেতার মধ্যে এই গুণটা থাকা খুব জরুরি—আপনি একজন ভাল মানুষ তো? সেটাও অনেক বড় ব্যাপার। এই ছবিতে উনি যেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছেন, যে ‘মশলা’ দিয়েছেন—তা অসাধারণ!”
এরপর একটি মজার মুহূর্তও ঘটে। এক সাংবাদিক প্রসেনজিতকে বাংলায় প্রশ্ন করেন মালিক ছবিতে তাঁর অভিনীত চরিত্র এবং আসন্ন সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমারের অভিনয় নিয়ে মতামত জানতে। বাংলায় প্রশ্ন শুনেই রাজকুমারের সুবিধার্থে প্রসেনজিৎ অনুরোধ করেন ইংরেজিতে প্রশ্ন করতে। ঠিক তখনই রাজকুমার পুরো প্রশ্নটি হিন্দিতে অনুবাদ করে শোনান সকলের উদ্দেশে—আর সেখানেই দর্শকদের হাততালি!প্রসেনজিতের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ -“আমি বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে পারি প্রতিটা চরিত্রেই টুইস্ট আছে, প্রত্যেকের গুরুত্ব আছে।”
সৌরভ গাঙ্গুলির বায়োপিক প্রসঙ্গে প্রসেনজিত বলেন,“মাত্র ১০ দিন আগে এক ইভেন্টে আমি আর সৌরভ দু’জনেই অতিথি ছিলাম। আমি খুব খুশি হয়ে ওঁকে বলেছিলাম, ‘রাজকুমারের সঙ্গে দেখা হবে আমার আর কয়েকদিনের মধ্যেই।’ আমার মনে হয় সৌরভ আর রাজকুমার মিলে দুর্দান্ত একটা কম্বিনেশন হবে। উপরন্তু ছবিটি পরিচালনা করছেন আমার প্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।”
‘মালিক’ মুক্তি পেতে চলেছে আগামী ১১ জুলাই, আর এই ইভেন্টে তার আগাম উত্তেজনার আঁচ ভালই টের পাওয়া গেল!
