নিজস্ব সংবাদদাতা: এবার নয়া ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছেন সহ সভাপতি হিসেবে। অন্যদিকে সভাপতির পদে এবার দেখা যাবে পরিচালক গৌতম ঘোষকে।
কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে বরাবরই জড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতি বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। গত বছরও অভ্যর্থনা কমিটির সভাপতি হিসেবে দেখা গিয়েছে অভিনেতাকে। এবার চলচ্চিত্র উৎসবের নতুন এই দায়িত্ব আরও যেন সম্মান বাড়িয়ে দিয়েছে তাঁর।
গত বছরই সভাপতির দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন রাজ। কিন্তু সেইসময় তাঁর এই অনুরোধে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রাজ জানিয়েছিলেন, কোনও ব্যক্তিগত কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন না। ২৫ বছর ধরে এই পদের দায়িত্ব তিনি সামলেছেন। এবার তাই বিরতি চান। রাজের ইস্তফা দেওয়ার পর এই ভূমিকায় কাকে দেখা যাবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এবার গৌতম ঘোষের নাম উঠে আশায় খুশি অন্যান্য সদস্যরাও। কিছুদিনের মধ্যেই সভাপতি হিসেবে গৌতম ঘোষের নাম এবং সহ সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম অনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে বরাবরই জড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতি বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। গত বছরও অভ্যর্থনা কমিটির সভাপতি হিসেবে দেখা গিয়েছে অভিনেতাকে। এবার চলচ্চিত্র উৎসবের নতুন এই দায়িত্ব আরও যেন সম্মান বাড়িয়ে দিয়েছে তাঁর।
গত বছরই সভাপতির দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন রাজ। কিন্তু সেইসময় তাঁর এই অনুরোধে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রাজ জানিয়েছিলেন, কোনও ব্যক্তিগত কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন না। ২৫ বছর ধরে এই পদের দায়িত্ব তিনি সামলেছেন। এবার তাই বিরতি চান। রাজের ইস্তফা দেওয়ার পর এই ভূমিকায় কাকে দেখা যাবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এবার গৌতম ঘোষের নাম উঠে আশায় খুশি অন্যান্য সদস্যরাও। কিছুদিনের মধ্যেই সভাপতি হিসেবে গৌতম ঘোষের নাম এবং সহ সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম অনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।
