নিজস্ব সংবাদদাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে বড়পর্দায় 'দাদা' চরিত্রে অভিনয়ের কথা ছিল বলি অভিনেতা আয়ুষ্মান খুরানার। কিন্তু সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবি থেকে সরে এসেছেন অভিনেতা। শুটিংয়ের তারিখ সংক্রান্ত কিছু সমস্যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

 

 

এই মুহূর্তে আবারও অভিনেতা নির্বাচন শুরু করেছেন নির্মাতারা। এবার কাকে ব্যাট হাতে বড়পর্দা কাঁপাতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শক। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই চরিত্রে নাকি দেখা যেতে পারে এক বাঙালি অভিনেতাকে।

 

 

আর এর মাঝেই এল বড় খবর। 'প্রিন্স অব ক্যালকাটা'র চরিত্রে নাকি দেখা যেতে পারে খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও মুখ খোলেননি এই বিষয়ে।

 

 

এদিকে কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের বায়োপিক প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর বায়োপিকের ব্যাপারে নাকি মাঝেমধ্যেই খোঁজ-খবর নেন একমাত্র মেয়ে সানা। সেই প্রসঙ্গেই একদিন সানা জানান, বাবার বায়োপিকে, মা ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তাঁর একমাত্র পছন্দ 'অ্যানিম্যাল'-এর 'ভাবি ২' তৃপ্তি দিমরিকে। যদিও ছবির কোনও চরিত্র নির্বাচনই এখনও চূড়ান্ত হয়নি।